পদ্মা সেতুর পূর্ণাঙ্গ প্যাকেজ ঘোষণা আগামী মাসে- ওবায়দুল

0
180
Print Friendly, PDF & Email

২২ ফেব্রুয়ারী, ২০১৩:পদ্মাসেতু নির্মাণে আগামী মাসে পূর্ণাঙ্গ প্যাকেজ ঘোষণা করবেন প্রধানমন্ত্রীবলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরশুক্রবার শরীয়তপুরের জাজিরারনাওডোবায় এলাকায় সেতুর তীর প্রতিরক্ষা প্রকল্প পরিদর্শন গিয়ে এ কথা বলেনতিনিমন্ত্রী বলেন মার্চে ২ তারিখে এ প্যাকেজ ঘোষণা করবেন তিনি
ওবায়দুলকাদের বলেন, ‘বিশ্বব্যাংক সরে যাওয়ার পর বিকল্প অর্থায়নে পদ্মা সেতু করারব্যাপারে প্রক্রিয়া অগ্রসর হচ্ছিআশা করছি আগামী ২ তারিখ আজকে যেউদ্বোধনস্থল আমরা দেখতে এসেছি পদ্মা পাড়, এখানে দাঁড়িয়েই পদ্মা সেতুর মূলকাজ শুরু করার ব্যাপারে আমাদের যে পরিকল্পনা প্যাকেজ প্রোগ্রাম আছে সেটামাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেনপ্রধানমন্ত্রী নিজে পদ্মা সেতু নির্মাণ কাজের তদারকি করবেন বলেও জানান ওবায়দুল কাদেরমন্ত্রী আরো বলেন, ফেব্রুয়ারির মধ্যেই এ প্রকল্পে অর্থায়নের বিষয়টি চূড়ান্ত হবে

 

শেয়ার করুন