রুপশী বাংলা ডেস্ক(২২ ফেব্রুয়ারি, ২০১৩):বিএনপিরস্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, নতুন প্রজন্মের দাবিসার্বজনীন ছিল না একক দাবি ছিল তাই তাদের আন্দোলন টিকতে পারে নি। গণতন্ত্ররক্ষার জন্য সারা দেশে গণতন্ত্র মঞ্চ গড়ে তুলতে হবে এবং আমরাই তা গড়েতুলবো। যাতে সরকার বাধ্য হয় তত্ববধায়কের অধীনে নির্বাচন দিতে।
শুক্রবারদুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ‘ডেমোক্রেটিক কাউন্সিল’ আয়োজিত মহানভাষা আন্দোলনের প্রেক্ষাপট এবং আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসবকথা বলেন।
সরকারের সমালোচনা করে সাবেক এ উপরাষ্ট্রপতি বলেন, মহানভাষা আন্দোলন ছিল গণতান্ত্রিক আন্দোলন, আর সেই চেতনাকে বর্তমান সরকার ধ্বংসকরতে চায়। তাই মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলনের চেতনা, স্বাধীনগণমাধ্যম, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা সকল কিছুকেইসরকার ধ্বংস করে দিচ্ছে। যারা মুক্তিযুদ্ধেও চেতনাকে ধ্বংস করেছে তাদেরমুখে চেতনার কথা শোভা পায় না।
মওদুদ বলেন, শাহবাগে যাদের ইঙ্গিতেগণজাগরণ শুরু হয়েছিল আজ তাদের ইঙ্গিতেই তা সমাপ্তি ঘটেছে। তবে শুধুযুদ্ধাপরাধীদের বিচারই এ আন্দোলনের দাবি হওয়া উচিত নয় সকল মানবতাবিরোধীকর্মকান্ডের বিচার হওয়া উচিত। নতুন প্রজন্মের এ জমায়েতে সরকারের জন্যইসমস্যার সৃষ্টি হয়েছে, বিএনপির কোন ক্ষতি হয় নি।
নতুন প্রজন্মের এআন্দোলন গণতন্ত্রের জন্য করা হলে বিএনপিও তাদের সাথে থাকত এমন মন্তব্য করেমওদুদ বলেন শাহবাগের সমাবেশ আওয়ামী লীগের জন্য সমস্যা সৃষ্টি করেছে এবং তারমাশুল আওয়ামী লীগ সরকারকেই দিতে হবে।
বিএনপি’র চেয়ারপার্সন বেগমখালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামনিচুমনা বক্তব্য দিয়েছেন উল্ল্যেখ করে ব্যারিস্টার মওদুদ বলেন এটা বলেরাজনৈতিক শিষ্টাচারের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছেন।বাংলাদেশডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম. এ. হালিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদেরমধ্যে বক্তব্য রাখেন, বিএনপি’র উপদেষ্টা বাউন্সিলের সদস্য এডভোকেট মাহবুবহোসেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, এডভোকেটআবেদ রেজা প্রমুখ।
নিউজরুম