বায়তুল মোকাররমে সাংবাদিকদের উপর পুলিশের হামলা

0
202
Print Friendly, PDF & Email

২২ ফেব্রুয়ারী, ২০১৩:বায়তুলমোকাররমে খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন সহ ইসলামী দল গুলোর বিক্ষোভ মিছিলেপুলিশ বাধা দিলে ব্যাপক ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে  এসময়বিটিভি, একাত্তর টিভি, গাজি টিভির সাংবাদিক সহ ৮ জন গুলিবিদ্ধ হয়েছেনবিক্ষোভকারীদেরলক্ষ্য যেন পুলিশের পাশাপাশি সাংবাদিকও এদের মধ্যে কয়েকজন মুসল্লীওরয়েছেন  জুমার নামাযের আগেই বায়তুল মোকাররম চত্বরে বিক্ষোভ শুরু হয়জুমানামাজ আদায়করতে আসা কয়েকজন   মুসল্লিকে পুলিশ গ্রেপ্তার করলে এ বিক্ষোভশুরু হয়  কাটাবনে শাহবাগ থানার ওসি আহত হয়েছেনএ দিকে জুম্মারনামাজের পর রমনা, স ভবন, পলটন, বিজয় নগর শাহবাগ এলাকায় ধাওয়া পালটা ধাওয়াচলছেশতাধিক ককটেক বিস্ফোরন ঘটিয়েছে আন্দোলন কারিরা  পুলিশের টিয়ারসেল ওরাবার বুলেট নিক্ষেপ চলছে পুরো এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়েছে
ইসলামীআন্দোলন বাংলাদেশে ঢাকা মহানগর সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন মারাত্মকভাবে আহত হন  এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান নুরুলইসলাম, সাংবাদিক আমিনুর ও আল আমিন নামের এক মুসল্লী আহত হন
আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম নিয়ে কটূক্তিকারী ব্লগারদের শাস্তি এবং ইসলামীরাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন ইসলামপন্থী দলের আজকেরবিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে
সাড়ে চারলাখ মসজিদ থেকে বাদ জুমা ইসলামী দলগুলোর বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছেবিপরীতে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে আজ দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়েপ্রার্থনার কর্মসূচি ঘোষণা করা হয়
শেষ খবর পাওয়া পর্যন্তবিক্ষোভকারীদের অধিকাংশ বায়তুল মোকাররমের ভিতর অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্যকরে হামলা চালাচ্ছেপুলিশ পিছু হটছেএর আগে তারা দুটি মোটর সাইকেলপুড়িয়ে দিয়েছে  আওয়ামীলীগের নেতা  লিয়াকত এর বাসায় জামায়াত শিবির কর্মীরাহামলা চালালে সেখান থেকে বেশ কয়েকজন শিবির কর্মীকে আটক করে

 

শেয়ার করুন