আর্ন্তজাতিক ডেস্ক(২২ ফেব্রুয়ারী):সাইবার হামলা শুরু করেছে আমেরিকা। আমেরিকা এ সাইবার হামলা চালাচ্ছে রাশিয়া, চীন এবং ইরানের বিরুদ্ধে।সাইবারকন্সেকোয়েন্স ইউনিট নামের একটি মার্কিন কম্পিউটার নিরাপত্তা বিষয়কপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মার্কিন সরকারের উপদেষ্টা স্কটবোর্গ স্কট বোর্গ এ খবর জানায়।তিনি জানান, রাশিয়া ও চীনকে সাইবার বিশ্বে হুমকি বলে মনে করছে আমেরিকা।সামরিকগোয়েন্দা তত্পরতা ও অভিযানের ক্ষেত্রে রাশিয়া সেরা এবং চীন প্রধানতপ্রযুক্তি হাতিয়ে নেয়া ও প্রযুক্তি চুরির মত তত্পরতার সঙ্গে জড়িত বলেমনে করে আমেরিকা।বোর্গ বলেন, প্রযুক্তির দিক থেকে রাশিয়া অনেকএগিয়ে আছে। অন্যদিকে চীনারা এ কাজে অনেক লোকবল লাগিয়ে রাখলেও তারাআমেরিকা বা রাশিয়ার মতো উদ্ভাবনী ক্ষমতার অধিকারী নয়।অবশ্য চীন এ ক্ষেত্রে মান ও গুণগত দিক থেকে না হলেও সংখ্যাগত দিক থেকে অনেক লোককে নিয়োগ করে রেখেছে বলে জানান তিনি।
ইরানেরপরমাণু কর্মসূচির বিরুদ্ধে স্টুক্সনেট ও ফ্লেম নামের ভাইরাস দিয়ে সাইবারহামলা চালানোর কথা উল্লেখ করে বোর্গ বলেন, আমেরিকা এরই মধ্যে অন্যান্যদেশের কম্পিউটার নেটওয়ার্কের ওপর হামলা শুরু করেছে।
মার্কিনভিত্তিক ইন্টারনেট নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠান ম্যানডিয়ান্ট ইন্টারনেটনিশ্চিত করেছে যে, ভাইরাস হামলা করে কম্পিউটার অচল করে দেয়ার মধ্যদিয়েইরানের পরমাণু কর্মসূচি বানচালের প্রচেষ্টা চালিয়েছে আমেরিকা। এ লক্ষ্যঅর্জনেরজন্য মার্কিন ‘সাইবার সেনারা‘ ইসরাইলের সঙ্গেও যোগসাজশ করেছে বলেজানান তিনি।
জার্মানিসহ কোনো কোনো ইউরোপীয় দেশ ইরান বিরোধী এ তত্পরতার সঙ্গে জড়িত ছিল বলেও স্বীকার করেন তিনি।
ইরানমারাত্মক ক্ষমতা অর্জন করেছে এবং ‘সাইবার সেনাবাহিনী‘ তৈরির পথে রয়েছে।উন্নত দেশগুলোর বিরুদ্ধে এটি প্রচণ্ড শক্তিশালী বাহিনী হিসেবে আর্বিভূত হবেএবং ইরানি এ বাহিনীর বিরুদ্ধে আমেরিকার সব তত্পরতাই ভেস্তে যাবে বলে মনেকরেন বোর্গ। সূএ: ইন্টারনেট
নিউজরুম