১০০ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার আশঙ্কা

0
162
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক(২২ ফেব্রুয়ারী): ঝিনাইদহের কালীগঞ্জের নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র কর্তৃপক্ষের ভুলে এখানে পরীক্ষা দেওয়া হিসাববিজ্ঞানের (সৃজনশীল) প্রায় ১০০ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে
যশোর শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে সেট প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার নির্দেশ থাকলেও কেন্দ্র কর্তৃপক্ষ ভুল করে সেটে পরীক্ষা নেয়ফলে খাতা মূল্যায়নের সময় প্রশ্নের সঙ্গে মিল না থাকায় এ কেন্দ্রের পরীক্ষার্থীরা অকৃতকার্য হওয়ার আশঙ্কা করছে
খোঁজ নিয়ে জানা গেছে, ২০ ফেব্রুয়ারি ছিল হিসাববিজ্ঞান পরীক্ষাবোর্ডের অন্যান্য কেন্দ্রের মতো নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়েও পরীক্ষা হয়এই কেন্দ্রে ৯৭ জন শিক্ষার্থী হিসাববিজ্ঞান বিসয়ে পরীক্ষা দেয়পরীক্ষায় রচনামূলক অংশে এসব শিক্ষার্থীর মাঝে সেট প্রশ্নপত্র বণ্টন করা হয়অথচ বোর্ড থেকে সেটে পরীক্ষা নেওয়ার নির্দেশ ছিলবোর্ডের অন্য কেন্দ্রগুলোতে নির্দেশ অনুযায়ীই পরীক্ষা হয়
ওই কেন্দ্রের একাধিক পরীক্ষার্থী জানায়, হলে শিক্ষকেরা তাদের যে প্রশ্নপত্র দিয়েছেন, তারা সে অনুযায়ীই পরীক্ষা দেয়কিন্তু পরীক্ষা শেষে অন্য কেন্দ্রের শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তাদের প্রশ্নপত্র যে ভিন্ন ছিল, তারা তা বুঝতে পারে
পরীক্ষার্থী হোসনে আরা জানায়, অবস্থা দেখে তারা শিক্ষকদের কাছে ছুটে যায়কেন্দ্রপ্রধান তখন বিষয়টি দেখছেন বলে তাদের শান্ত করেনকিন্তু এখন তাদের খাতা আদৌ মূল্যায়ন করা হবে কি না, তা নিয়েই দুশ্চিন্তায় পড়েছে এ কেন্দ্রের পরীক্ষার্থীরা
আমিরুল ইসলাম নামের এক অভিভাবক অভিযোগ করেন, শিক্ষকদের ভুলে তাঁর মেয়ে ভালো পরীক্ষা দিয়েও অকৃতকার্য হবে তা মানতে পারছেন নাতিনি এ ভুলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান
কেন্দ্রসচিব নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, থানা থেকে প্রশ্ন আনার সময় ভুল হয়েছেবোর্ড থেকে পাঠানো দুই সেট প্রশ্নের মধ্যে সেট ব্যবহারের নির্দেশ থাকলেও কর্মচারীরা সেট খুলে প্রশ্ন দেনতাঁরাও বিষয়টি লক্ষ না করে প্রশ্ন বিতরণ করেন
তবে ঘটনা জানার পর বোর্ডে যোগাযোগ করা হয়েছেযে পরীক্ষার্থী যে সেটে পরীক্ষা দিয়েছে, সে অনুযায়ী যাতে খাতা মূল্যায়ন করা হয়, সে চেষ্টা করছেন তাঁরাবোর্ডের কর্মকর্তারাও বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল বারী জানান, ভুলে এ ধরনের একটি ঘটনা ঘটেছেবোর্ডের সঙ্গে কথা বলে বিষয়টির গ্রহণযোগ্য সুরাহার চেষ্টা করছেন তাঁরা

 

নিউজরুম

 

শেয়ার করুন