শিশুদের জন্য ভিডিও গেম

0
202
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২২ ফেব্রুয়ারী): সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার হারামবি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চার্টার স্কুলের সাত বছরের শিার্থী জোরা বল বিজ্ঞানভিত্তিক ভিডিও গেম তৈরি করে সাড়া জাগিয়েছেব্যালে নাচ, জুয়েল ও ভ্যাম্পায়ার চরিত্র সমন্বয়ে তৈরি গেমটি শিশুদের উপযোগী করে তোলা হয়েছে

 

ফিলাডেলফিয়ার এসটিই মেনেসিয়াম লার্নিং অ্যাকাডেমির প্রধান তারিক আল-নাসির জানিয়েছেন, একদিন কাসে তারিক সহপাঠীদের মজা করে অঙ্ক শেখাচ্ছিলেনএকজন খেলোয়াড়, একটি ল্য এবং কিছু এড়িয়ে চলতে হবেÑ এ তিনটি উপাদান ব্যবহার করে শিার্থীরা প্রতিক্রিয়াশীল গেম তৈরি করার পর তারা খেলার জন্য সেটিং তৈরি করে সময়ে বিশেষ কৌশল ব্যবহার করে মোবাইল ফোনে খেলার উপযোগী পূর্ণাঙ্গ গেম তৈরি করে জোরাগেমটি লস অ্যাঞ্জেলসে প্রদর্শিত হয়েছে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন