বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২২ ফেব্রুয়ারী): সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার হারামবি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চার্টার স্কুলের সাত বছরের শিার্থী জোরা বল বিজ্ঞানভিত্তিক ভিডিও গেম তৈরি করে সাড়া জাগিয়েছে। ব্যালে নাচ, জুয়েল ও ভ্যাম্পায়ার চরিত্র সমন্বয়ে তৈরি গেমটি শিশুদের উপযোগী করে তোলা হয়েছে।
ফিলাডেলফিয়ার এসটিই মেনেসিয়াম লার্নিং অ্যাকাডেমির প্রধান তারিক আল-নাসির জানিয়েছেন, একদিন কাসে তারিক সহপাঠীদের মজা করে অঙ্ক শেখাচ্ছিলেন। একজন খেলোয়াড়, একটি ল্য এবং কিছু এড়িয়ে চলতে হবেÑ এ তিনটি উপাদান ব্যবহার করে শিার্থীরা প্রতিক্রিয়াশীল গেম তৈরি করার পর তারা খেলার জন্য সেটিং তৈরি করে। এ সময়ে বিশেষ কৌশল ব্যবহার করে মোবাইল ফোনে খেলার উপযোগী পূর্ণাঙ্গ গেম তৈরি করে জোরা। গেমটি লস অ্যাঞ্জেলসে প্রদর্শিত হয়েছে।
নিউজরুম