স্ট্রিট ভিউ যুক্ত হলো বাংলাদেশ

0
263
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২২ ফেব্রুয়ারী): জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের বিশেষ প্রযুক্তি স্ট্রিট ভিউয়ে যুক্ত হলোবাংলাদেশবিশেষ ধরনের ক্যামেরাসংবলিত এ গাড়ি দেশের বিভিন্ন স্থানের ছবিতুলবে ও গুগল ম্যাপে এর অবস্থান তুলে ধরবেগত শনিবার রাজধানীর একটি হোটেলেএ গাড়ির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়দেশে গুগলের এ কার্যক্রমে সহায়তাদিচ্ছে বাংলাদেশ সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনঅনুষ্ঠানেবিশেষ অতিথি ছিলেন গুগলের দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পলিসি অ্যান্ডগভর্নমেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান অ্যান লেভিনঅনুষ্ঠানে বক্তব্যরাখেন পর্যটন ও বেসামরিক বিমান চলাচল সচিব খোরশেদ আলম চৌধুরী এবং তথ্য ওযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান
জানা গেছে, গাড়িটি গুগল ম্যাপস স্ট্রিট ভিউয়ের জন্য ঢাকা ও চট্টগ্রামেরবিভিন্ন এলাকা থেকে ছবি সংগ্রহ করবেযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্ট্রিট ভিউয়ের বিভিন্ন অ্যাপ্লিকেশন বাংলাদেশে জনকল্যাণে গুগল স্ট্রিটভিউয়ে যুক্ত হলোবাংলাদেশের নানা ধরনের প্রয়োজন মেটাতে এটা সহায়তা করবেযে কোনো দুর্যোগের সময় অথবা অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকাপালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি
গুগলের দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পলিসি অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্সবিভাগের প্রধান অ্যান লেভিন বলেন, ঢাকায় স্ট্রিট ভিউ ড্রাইভিং চালু করায়স্ট্রিট ভিউয়ের ছবি বাংলাদেশের ব্যস্ত রাস্তাকে নতুন আঙ্গিকে দেখার সুযোগকরে দেবেফলে বৈদেশিক বিনিয়োগ ও পর্যটক আকৃষ্ট করবেতিনি আরও বলেন, একটিউন্নত ও বিস্তারিত মানচিত্র ব্যবসা-বাণিজ্য, ভোক্তা ও বৃহত্তর অর্থনীতিরনানা ধরনের বাস্তব সুবিধা এনে দিতে পারেআগামীতে বাংলাদেশে গুগল আরও অনেকসেবা কার্যক্রম শুরু করবে বলে আশা প্রকাশ করে অ্যান বলেন, বাংলাদেশেরঅর্থনীতিতে একটি দীর্ঘমেয়াদি অবদান রাখার লক্ষ্যে গুগল তার স্ট্রিট ভিউয়েরমতো অনলাইন মানচিত্র প্রযুক্তি নিয়ে এসেছে
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ২০০৭ সালে স্ট্রিট ভিউয়ের কার্যক্রম শুরু হয়বিশ্বের আরও ৪০টি দেশে গুগলের এই স্ট্রিট ভিউ সেবা চালু রয়েছেএর প্রতিটিগাড়িতে রয়েছে ৩৬০ ডিগ্রি প্যানারমিক ক্যামেরাব্যবহারকারীকে তার নিকটবর্তীএলাকার প্যানারমিক একটি চিত্র তুলে ধরার মাধ্যমে সহজেই কোনো জায়গারদিকনির্দেশনা পেতে সাহায্য করে গুগলের এ সেবা

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন