বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২২ ফেব্রুয়ারী): জ্বালো প্রযুক্তির আলোÑ এ স্লোগানকে সামনে নিয়ে আজ থেকে ঢাকার বিজয় সরণির জাতীয় সামরিক জাদুঘরে শুরু হচ্ছে চার দিনের কিউবি ল্যাপটপ মেলা। গত মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার আয়োজকেরা মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। মেলার আয়োজক অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার। সংবাদ সম্মেলনে কিউবি ল্যাপটপ মেলা ২০১৩-এর সমন্বয়ক আল আমীন দেওয়ান জানান, ল্যাপটপ দিনে দিনে দেশের মধ্যবিত্ত জনসাধারণের ক্রয়মতার মধ্যে চলে আসছে। এ ছাড়া বিদ্যুৎ না থাকলেও ল্যাপটপে কাজ করার সুবিধা থাকায় অনেকে এখন ডেস্কটপের বদলে ল্যাপটপ বেছে নিচ্ছেন। আমাদের আয়োজিত প্রতিটি ল্যাপটপ মেলায় দর্শনার্থীদের ভিড়, প্রচুর ল্যাপটপ বিক্রি এবং ক্রেতাদের বিপুল আগ্রহ তা-ই প্রমাণ করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিউবির হেড অব রিটেইল সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাহরিয়ার হাসান। তিনি বলেন, আমরা কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১৩-এর প্রধান পৃষ্ঠপোষক হতে পেরে গর্ব বোধ করছি। প্রতি বছরই অনেক নতুন গ্রাহক এই মেলার মাধ্যমে তাদের পছন্দের ডিভাইসটি খুঁজে নেন এবং ইন্টারনেটের মাধ্যমে সীমাহীন সম্ভাবনার বিশ্বের সাথে সংযুক্ত হন। আমরা মেলায় অনেক আকর্ষণীয় অফার নিয়ে এসেছি, যার মধ্যে একটি হচ্ছে নতুন কিউবি সংযোগ কিনলেই পরবর্তী মাসে তার প্যাকেজের যে ব্যবহার সীমা তার দ্বিগুণ ভলিউম ব্যবহার করতে পারবেন। বিকাশ-এর রাজীব কান্তি হালদার বলেন, মেলায় বিনামূল্যে প্রবেশ করতে হলে মেলা প্রাঙ্গণে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে।ফ্রি অ্যাকাউন্ট খুলতে সাথে আনতে হবে পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজ ছবি আর মোবাইল ফোন। মেলায় সাতটি প্যাভিলিয়ন, আটটি মিনি প্যাভিলিয়ন ও ৪২টি স্টলে কিউবি, এসার, আসুস, এইচপি, ইন্টেল, স্যামসাং, গিগাবাইট, তোশিবা, অ্যাপল, লেনোভো, এমএসআই, বিজয়সহ প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ওয়াইম্যাক্স ইন্টারনেট ডিভাইস ও অ্যান্টিভাইরাস পাওয়া যাবে।নতুন প্রজন্মের কথা মাথায় রেখে এবার কিছু বিশেষ আয়োজন থাকছে। যেমনÑ বাজারে আসেনি এমন অনেক পণ্য প্রথমবারের মতো দেখা যাবে এ মেলায়। পাশাপাশি এগুলো ব্যবহারের অভিজ্ঞতাও নেয়া যাবে।
অন্য যেকোনোবারের তুলনায় এবার ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বেশি উপহারের ব্যবস্থা থাকছে বলেও জানান তিনি। গিগাবাইট ও এএমডির সৌজন্য থাকছে গেমিং জোন। এবারের মেলার টাইটেল স্পন্সর ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। কো-স্পন্সর হিসেবে থাকছে ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, এইচপি ও স্যামসাং। টিকিট বুথ স্পন্সর হিসেবে আছে মোবাইলে অর্থ লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।এ ছাড়া পার্টনার হিসেবে রয়েছে এবিসি রেডিও, আজকের ডিল, এখনই ডটকম, বিডিওএসএন, ট্রন এবং ওরাটর পিআর। মেলা ২৫ ফেব্র“য়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলার প্রবেশ মূল্য ২০ টাকা।
নিউজরুম