‘ডানা ভাঙা স্বপ্ন’

0
130
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(২২ ফেব্রুয়ারী): জীবনের নানা প্রতিকূলকতার মাঝেও মানুষ বেঁচে থাকে সুন্দর স্বপ্নের অবলম্বনেতেমনি একজন মানুষ মেহেদিনিজের এলাকায় দরদি মানুষ হিসেবে পরিচিত সেসবার বিপদে আপদে তাকে পাশে পাওয়া যায়এলাকার কমিশনারের বোন তার বন্ধু হতে চায়কিন্তু মেহেদি বাস্তবতা বুঝেই তার বন্ধুত্ব গ্রহণ করতে চায় নাএদিকে, কমিশনারের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে চায় সেঅন্যায়-অবিচার দূর করে একটি সুন্দর এলাকা গড়ে তোলার প্রত্যাশায় কমিশনার নির্বাচনে প্রার্থী হয়ফলাফল, ক্ষমতার কাছে পরাজয়ভেঙে যায় তার স্বপ্নকিন্তু সে ভেঙে পড়ে নাস্বপ্ন দেখে মানুষের জন্যএমনই গল্প নিয়ে নির্মিত নাটক ডানা ভাঙা স্বপ্নমোশাররফ করিমের মূল ভাবনা নিয়ে নাটকটি রচনা করেছেন নাজমুল আলম রানা, পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকরবিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, টয়া, মাহমুদুল ইসলাম টনি প্রমুখআজ রাত ১২টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি

 

নিউজরুম

 

শেয়ার করুন