অভিজ্ঞতায় এগিয়ে মধ্যাঞ্চল

0
123
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২২ ফেব্রুয়ারী): চোটের কারণে মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিম বিশ্রামেআজ থেকে শুরু পাঁচ দিনের বিসিএল ফাইনালে তাই দুই দলই পাচ্ছে নতুন অধিনায়কওয়ালটন মধ্যাঞ্চলের নেতৃত্বে মোশাররফ হোসেন, বিসিবি উত্তরাঞ্চলের অধিনায়ক জহুরুল ইসলাম
ফাইনালে জহুরুলের চেয়ে একটা জায়গায় এগিয়ে থাকবেন মোশাররফদুই অধিনায়কের মধ্যে এখন পর্যন্ত গোলাপি বলে খেলার অভিজ্ঞতা আছে শুধু তাঁরইদলীয়ভাবেও এই অভিজ্ঞতায় এগিয়ে মধ্যাঞ্চলমোশাররফের মতো মোহাম্মদ শরীফেরও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলে এক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছেআর মোহাম্মদ আশরাফুল এই বল পেয়েছেন আইপিএলের অনুশীলনে
বিসিএলের পাঁচ দিনের ফাইনালে সবচেয়ে বেশি আলোচনা গোলাপি বল নিয়েদিবারাত্রির দীর্ঘ পরিসরের ম্যাচ, আইসিসির নির্দেশনা অনুযায়ী খেলা হবে গোলাপি বলেশুরুতে কথা ছিল ফাইনালের আগে বিসিএলের আরও দু-একটা ম্যাচ গোলাপি বলে হবেসে জন্য অস্ট্রেলিয়া থেকে ১০ লাখ টাকা ব্যয়ে ৭২টি গোলাপি কোকাবুরা বল এনে রেখেছে বিসিবিফাইনালের দুই দল মিরপুরে গত দুই দিন গোলাপি বলে অনুশীলন করেছেকাল তো অনুশীলন হলো ফ্লাডলাইটের আলোতেইতবে সবাই যত অনুশীলনই করুন, মোশাররফ-শরীফকে পেছনে ফেলতে পারছেন না কেউ
গত বছর জুন-জুলাইয়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে গিয়েছিলেন মোশাররফইংল্যান্ডের গিসবরোর হয়ে সেখানেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট ম্যাকমিলান কাপের একটা ম্যাচ খেলেছেন গোলাপি বলেডারহামে খেলতে গিয়ে ম্যাকমিলান কাপে এক ম্যাচ খেলেছিলাম গোলাপি বলেতবে ম্যাচটা টি-টোয়েন্টি ছিল, কোনো কিছুই সেভাবে বুঝে উঠতে পারিনিচার দিনের ম্যাচ খেললে বুঝতে পারতাম এই বলে বল করা আসলে কেমন’—কাল বলছিলেন মোশাররফএকই রকম অভিজ্ঞতা আছে পেসার শরীফেরও
পরশুর অনুশীলনে এই অভিজ্ঞতা হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চলের পেসার তারেক আজিজের, ‘খুব বেশি ওভার বল করিনিসুইং-টুইং তাই সেভাবে বুঝতে পারিনিতবে শুনেছি, গোলাপি বলে ভালো সুইং হয়এই বলের বিরুদ্ধে দ্রুত রং হারানোর অভিযোগের বিষয়েও কোনো উপসংহারে পৌঁছাতে পারেননি কেউঅনুশীলনে তো ম্যাচের মতো বোলিং-ব্যাটিং হয় নাবুঝব কী করে’—বলেছেন তারেকআর মোশাররফের অভিজ্ঞতা, ‘ইংল্যান্ডের উইকেট তো বোঝেনই…এত সহজে বলের রং যায় না ওখানেতা ছাড়া টি-টোয়েন্টি ম্যাচে আর কতই বা রং নষ্ট হবেবলের মান নিয়ে সংশয় থাকায় ৮০ ওভারের পরিবর্তে ৭০ ওভার শেষেই নতুন বল নেওয়ার সুযোগ রাখা হয়েছে ফাইনালে
গোলাপি বলের আচরণ নিয়ে অনিশ্চয়তা ছাড়া ফাইনালের আগে ওয়ালটন মধ্যাঞ্চল মোটামুটি সমস্যামুক্তই আছেজাতীয় দলের ফিজিওর পরামর্শে মাহমুদউল্লাহ ম্যাচটা না খেললেও দলে আর কোনো চোট-আঘাত নেইএদিক দিয়ে বিসিবি উত্তরাঞ্চলই রয়েছে একটু সমস্যায়বিপিএলে পাওয়া হ্যামস্ট্রিং চোটের জন্য অধিনায়ক মুশফিকুর রহিম ফাইনাল খেলবেন না, দলকে নেতৃত্ব দেবেন জহুরুল ইসলামএ ছাড়া চোটের কারণে ফাইনালে তারা পাবে না জুনায়েদ সিদ্দিক ও শফিউল ইসলামকেওঅধিনায়ক জহুরুল তারপরও আশাবাদী, ‘যেভাবে আমরা ফাইনালে উঠে এসেছি, তাতে চ্যাম্পিয়ন হলে সেটা অস্বাভাবিক হবে নাতবে দিবারাত্রির ম্যাচ, গোলাপি বলএসবের সঙ্গে আগে অভ্যস্ত হতে হবেপ্রথম বারের মতোগোলাপী ক্রিকেটেখেলছেন বলে নিজেকে ইতিহাসের অংশও ভাবছেন জহুরুল
খেলোয়াড়দের জন্য আরেকটা অভ্যাস ফিরিয়ে আনাও জরুরি এ ম্যাচেসদ্য সমাপ্ত বিপিএলে টি-টোয়েন্টি খেলেছেন সবাইধুমধাড়াক্কা ক্রিকেট থেকে হঠা পাঁচ দিনের ক্রিকেটে ফেরাটাকেই বড় চ্যালেঞ্জ মনে করছেন মধ্যাঞ্চল অধিনায়ক মোশাররফ, ‘দেড় মাস ধরে আমরা শুধু টি-টোয়েন্টি খেলেছিবিপিএলে ফ্লাট উইকেটে খেলেছিবিসিএলে নিশ্চয়ই সে রকম উইকেট হবে নাতা ছাড়া অনুশীলন খুব বেশি করা হয়নিসমস্যা তো হবেই

 

নিউজরুম

 

শেয়ার করুন