জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ

0
170
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২২ ফেব্রুয়ারী): ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশগতকাল নিজেদের তৃতীয় ম্যাচে ওমানকে ১-৪ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজরাদলের হয়ে একটি করে গোল করেন পুস্কর খিসা মিমো, নান্নু, রাসেল মাহমুদ জিমি ও মঈনুল ইসলাম কৌশিকআর ব্যবধান ঘুচানো একমাত্র গোলটি আসে ওমানের স্ট্রাইকার আনোয়ার জুমান সাদের স্টিক থেকেতিন ম্যাচ শেষে দুই জয় তুলে নেয়া বাংলাদেশের ঝুলিতে এখন আছে ৬ পয়েন্টআগামীকাল একই ভেন্যুতে বিকাল সাড়ে ৪টায় ফিজির বিপক্ষে মাঠে নামবে মাহবুব হারুনের শিষ্যরাআর গ্রুপের শেষ ম্যাচে ২৫ ফেব্রুয়ারি স্বাগতিক ভারতের বিরুদ্ধে ময়দানি লড়াইয়ে মাঠে নামতে হবে সফরকারী বাংলাদেশকেশক্তিশালী আয়ারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে ওয়ার্ল্ড হকি লিগের চলতি দ্বিতীয় রাউন্ড শুরু করেছিল বাংলাদেশওই ম্যাচে ২-০ গোলের লিড নিয়েও পয়েন্ট হারাতে হয়েছিলকিন্তু গ্রুপের দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় জিমি-চয়নরাশক্তিশালী চীনের বিরুদ্ধে বুধবার দারুণ এক জয় তুলে নিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছিল বাংলাদেশচীনকে ৩-২ গোলে হারায় তারাআর গতকাল ওমানের বিপক্ষে খেলতে নেমে মাঠে নিজেদের আধিপত্য ধরে রেখে গুনে গুনে চারবার প্রতিপক্ষের জাল ভেদ করে মাহবুব হারুনের শিষ্যরাম্যাচের প্রথমার্ধে কোনো গোল করতে না পারলেও বেশ কবার ওমানের দুর্গে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন নান্নু-জিমিরাদ্বিতীয়ার্ধে দলের ফরোয়ার্ডরা আর কোনো ভুল করেননিদ্বিতীয়ার্ধের শুরুতেই (৩৯ মিনিটে) লাল-সবুজদের হয়ে প্রথম গোলটি করেন পুস্কর খিসা মিমো (১-০)ম্যাচের ৫১ মিনিটে গোলের গ্রাফটা আরও এক ধাপ ওপরে টেনে নিয়ে যান শেখ মোহাম্মদ নান্নু (২-০)৬০ মিনিটে রাসেল মাহমুদ জিমি বাংলাদেশকে ৩-০ গোলের লিড এনে দেনম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে পেনাল্টি থেকে গোল ব্যবধান কিছুটা কমিয়ে আনেন ওমানের ফরোয়ার্ড আনোয়ার জুমান সাদ (৩-১)কিন্তু তিন মিনিটের মধ্যে ওমানের কফিনে শেষ পেরেকটি ঠুঁকে দেন মঈনুল ইসলাম কৌশিক (৪-১)
দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব হকি লিগে স্বাগতিক ভারত ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে আছেআয়ারল্যান্ড ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গোলগড়ে পিছিয়ে থেকে৩ ম্যাচে চীন ও বাংলাদেশের পয়েন্ট ৬গোলগড়ে চীন তৃতীয় ও বাংলাদেশ চতুর্থ স্থানে আছেবিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে শীর্ষ দুই দল পরবর্তীতে তৃতীয় রাউন্ডে ইউরোপের সেরা দলগুলোর সঙ্গে খেলার যোগ্যতা অর্জন করবে২০০০ সালে ঢাকায় প্রাইম মিনিস্টার গোলকাপ হকিতে আয়ারল্যান্ডকে বাংলাদেশ ১-০ গোলে হারিয়ে ছিলকিন্তু দিল্লিতে সেই আয়ারল্যান্ডের সঙ্গেই প্রথম ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারায় তৃতীয় রাউন্ডে খেলা বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেল

 

নিউজরুম

 

শেয়ার করুন