স্পোর্টস ডেস্ক(২২ ফেব্রুয়ারী): রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ নেই। নেই রিকি পন্টিং, মাইক হাসিও।ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সেই আগুনে উত্তেজনা তাহলে থাকে কী করে! গত এক-দেড় দশকে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই ছিল তারকায় ঠাসা দুটি দলের ধুন্ধুমার লড়াই। অনেক ধ্রুপদি লড়াইয়ের জন্ম দেওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির আরেকটি লড়াই শুরু হচ্ছে আজ। কিন্তু আগেকার সেই উত্তেজনার ছিটেফোঁটাও টের পাওয়া যাচ্ছে না। চেন্নাইয়ের প্রথম টেস্টের আগে যেন হারিয়ে গেছে কথার লড়াইটাও।
ভারত-অস্ট্রেলিয়া দুই দলই যাচ্ছে পালাবদলের মধ্য দিয়ে। চার ম্যাচের এই সিরিজে নতুনের কেতন ওড়ে কি না, দেখার বিষয় সেটাই। দেখার বিষয়, শচীন টেন্ডুলকার কী করেন, সেটাও। দলের খারাপ সময়ে ব্যাট হাতে খারাপ সময় যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে শত সেঞ্চুরির মালিকের।
টেস্ট ক্রিকেটে ৫১ সেঞ্চুরি, যার শেষটি করার পর দুই বছর কেটে যাবে, সেটি কি টেন্ডুলকার স্বপ্নেও ভাবতে পেরেছিলেন? ২০১১ সালের জানুয়ারিতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৬ রানের পরই যেন তাল কেটে গেছে। এরপর খেলা ৩১ ইনিংসে ৩৩-এরও কম গড়ে ৯৬৭ রান করেছেন টেন্ডুলকার, দেখেছেন টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর থেকে ভারতের অবনমনও। আজ চেন্নাইতে টেন্ডুলকারের সামনে প্রিয় প্রতিপক্ষ। ভেন্যুটাও রান প্রসবিনী তাঁর জন্য (৫ সেঞ্চুরি)। চেন্নাইতে খেলা সর্বশেষ টেস্ট ইনিংসেই আছে সেঞ্চুরি। আর এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড তো রীতিমতো ঈর্ষণীয়, ১০০.৬ গড়ে ৩০২ রান।চেন্নাইতে কি ফিরে আসবেন আগের টেন্ডুলকার?
রান করতে টেন্ডুলকারদের লড়তে হবে অস্ট্রেলিয়ার পেসারদের বিপক্ষে। চেন্নাইতে স্পিনিং উইকেটেও মাইকেল ক্লার্ক নামছেন চার পেসার নিয়ে। কিন্তু ধোনির প্রধান শক্তি স্পিন।রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝার সঙ্গে আছেন হরভজন সিংও। আজই শততম টেস্ট খেলতে নামছেন এই অফ স্পিনার। আজিঙ্কা রাহানেকে টপকে রবীন্দ্র জাদেজা একাদশে ঢুকলে স্পিনার হয়ে যাবে চারজন। অন্যদিকে শুধু নাথান লায়নই আছেন অস্ট্রেলিয়ায়। এক দিক দিয়ে টেস্টটা তাই পেস বনাম স্পিনের লড়াই।
চেন্নাইতে ইতিহাসের দ্বিতীয় পর্তুগিজ বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ার ময়েজেস হেনরিকসের। বীরেন্দর শেবাগের ওপেনিং সঙ্গী হিসেবে আসতে পারেন মুরালি বিজয়। ওয়েবসাইট।
একের পর এক ব্যর্থতা, ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পিঠ ঠেকে গেছে দেয়ালে। ধোনি কি পারবেন ভাগ্যটা উল্টো দিকে ঘোরাতে?
নিউজরুম