আমরা আশাহত, মর্মাহত ও ব্যথিত হয়েছি : মির্জা ফখরুল

0
174
Print Friendly, PDF & Email

২১ ফেব্রয়ারী,২০১৩: চিকিসা নিতে সিঙ্গাপুরে যাওয়া খালেদা জিয়া সম্পর্কে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বক্তব্যের তীব্র সমালোচনা করেছেবিএনপি

 

 বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আশরাফুল ইসলামকে আমরা একজন সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জানিবিরোধী দলীয় নেতা সম্পর্কে তার বক্তব্যে আমরা আশাহত, মর্মাহত ব্যথিত হয়েছিবুধবার এক আলোচনা সভায় আশরাফ বলেন, “তিনি (খালেদা জিয়া) শুধু চিকিসার জন্য সিঙ্গাপুর যাননিএকটি বিশেষ শক্তিশালী দেশের সঙ্গে বোঝাপড়া করার জন্য সিঙ্গাপুর গেছেনকীভাবে আগামীতে ক্ষমতায় আসা যায়, কী করলে তারা ক্ষমতায় বসাবে বোঝাপড়ার জন্যেই তিনি সফরে গেছেনএর প্রমাণ রয়েছে বলেও স্থানীয় সরকার মন্ত্রী দাবি করেনসিঙ্গাপুর থেকে খালেদা জিয়া লন্ডন গিয়েওএকটি পরাক্রমশালী দেশেরসরকারের সঙ্গে বোঝাপড়া করবেন বলে আশরাফ দাবি করেনএ অভিযোগের জবাবে ফখরুল বলেন, “বিরোধী দলীয় নেতা সর্ম্পকে তিনি (সৈয়দ আশরাফ) রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত কথা বলেছেনতার বক্তব্য সর্বত মিথ্যাবিরোধী দলীয় নেতা অত্যন্ত অসুস্থ বলেই চিকিসার জন্য সিঙ্গাপুর গেছেনদেশে ফিরে গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন জোরদার করতে চলমান সংগ্রামে অংশ নেবেনগত ১৯ ফেব্রুয়ারি রাতে চিকিসার জন্য সিঙ্গাপুর যান খালেদা জিয়ামাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিসা নিচ্ছেন তিনিবৃহস্পতিবার সকালে দলের জ্যেষ্ঠ নেতাবৃন্দ ও কর্মীদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম শহীদ মিনারে ফুল দেনএ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, সহসভাপতি সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সদস্য সচিব আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, যুব দলের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের হাবিব উন নবী খান সোহেল, সরফত আলী সপু, মহিলা দলের নুরী আরা সাফা, শিরিন সুলতানা, ছাত্র দলের আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিবসহ নেতৃবৃন্দ ছিলেন২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি চেয়ারপার্সনের হয়ে শহীদ মিনারে ফুল দেন দলের কেন্দ্রীয় নেতারাভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, “একুশ আমাদের স্বাধীন জাতিসত্বার অঙ্কুরিত বীজ বপন করেছিলওই পথ ধরে মুক্তিযুদ্ধ হয়েছেতাকে ঘিরেই দেশে সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম হয়েছে”“দেশে আজ গণতন্ত্র হারিয়ে যেতে বসেছেজোর করে জনগনের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হচ্ছে রকম অবস্থায় আজ গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য আমাদের দীপ্ত শপথ নিতে হবে’’

 

শেয়ার করুন