‘পাগড়িওয়ালা টর্নেডো’

0
133
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক(২১ ফেব্রুয়ারী): অবসর নিচ্ছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যরাথন দৌড়বিদ পাগড়িওয়ালা টর্নেডোনামে খ্যাত ফাওজা শিংবৃহস্পতিবার নিজের অবসরের কথা জানিয়ে ১০১ বছর বয়সী ফাওজা শিং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেন, “শরীর বলছে আমার অবসর নেওয়া উচিতঅবসরের ঘোষণা দিলেও আগামী সপ্তাহে হংকংয়ের একটি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা জানান তিনিভারতে বেড়ে ওঠা ব্রিটিশ নাগরিক ফাওজা শিং বলেন, “নিজের অবসরের কথা আমাকে অনেক কষ্টভরে বলতে হচ্ছেশারীরিক অসুস্থতা নয় বয়সই প্রিয় প্রতিযোগিতা থেকে সরিয়ে দিচ্ছে বলে জানান ১১৫ পাউন্ড (৫২ কেজি) ওজনের এই দৌড়বিদপেশায় কৃষক এই দৌড়বিদ ৮৯ বছর বয়স থেকে লন্ডন, টরোন্টো একং নিউইয়র্কের বিভিন্ন আসরের ৯টি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার অংশগ্রহণ করেনএর মধ্যে টরোন্টোর ৪২ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আসরে অংশগ্রহণ করে মাত্র চার ঘণ্টা, ৪০ মিনিট ৪ সেকেন্ডে লক্ষ্যে পৌঁছেন তিনিউল্লেখ্য, আগামী ১ এপ্রিল ১০২ বছরে পা রাখবেন ফাওজা সিং

 

 

 

নিউজরুম

শেয়ার করুন