আর্ন্তজাতিক ডেস্ক(২১ ফেব্রুয়ারী): মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালিত ড্রোন হামলায় এ পর্যন্ত ৪ হাজার সাতশ মানুষ নিহত হয়েছে। খবর এএফপির
ক্যারোলাইনার একটি রোটারি ক্লাবে দেয়া বক্তৃতায় লিন্ডসে বলেন, ‘আমরা যে ড্রোন হামলা চালাচ্ছি তাতে মাঝে মধ্যে কিছু বেসামরিক মানুষ মারা যাচ্ছে।কিন্তু কিছু করার নেই কারণ আমরা যুদ্ধের মধ্যে রয়েছি।’
এদিকে স্বতন্ত্র সংস্থাগুলো এ পর্যন্ত ড্রোন হামলায় যে হতাহতের সংখ্যা প্রকাশ করেছে লিন্ডসের দেয়া তথ্য সেসবকে ছাড়িয়ে গেছে।লিন্ডসে নিজেও ড্রোন হামলার একজন গোঁড়া সমর্থক। তবে, এই প্রথম কোন রাজনৈতিক নেতা ড্রোন হামলায় হতাহতের কথা স্বীকার করলেন।এর আগ পর্যন্ত মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কোনো সংখ্যা প্রকাশ না করায় ড্রোন হামলায় নিহতের সংখ্যা নিয়ে এক ধরনের ধূম্রজাল তৈরি হয়েছিল।প্রেসিডেন্ট বারাক ওবামা ড্রোন হামলা অব্যাহত রাখার পক্ষে যে অবস্থান নিয়েছেন তার প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করে বিরোধীদলীয় এ সিনেটর বলেন, ‘এটা এমন একটা অস্ত্র যা আমাদের ব্যবহার করা প্রয়োজন।’
যুক্তরাষ্ট্র ২০০৪ সাল থেকে সাবেক প্রেসিডেন্ট বুশের সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানে ড্রোন হামলা চালিয়ে আসছে যা প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এসে অনেক বেড়ে গেছে।পাকিস্তানের পাশাপাশি মার্কিন গোয়েন্দা সংস্থা এখন ইয়েমেন ও সোমালিয়াতেও ড্রোন হামলা চালাচ্ছে। তবে, এসব হত্যাকাণ্ডকে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে প্রতিবাদ ও সমালোচনা করে আসছে।
নিউজরুম