দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

0
243
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৩২ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চিলমারী ক্যাম্পের অধিনায়ক সুবেদার জুলফিকার আলী ও বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারী বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর পিকে প্রশাদ।

সীমান্তের ১৫৪-৭(এস) সীমান্ত পিলার সংলগ্ন ৬শ গজ বাংলাদেশী ভূ-খণ্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে সীমান্ত এলাকায় ফসল কর্তন, চোরাচালন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পতাকা বৈঠক চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।   
 
 ফেব্রুয়ারি ২১, ২০১৩

শেয়ার করুন