‘কাদের সিদ্দিকী নব্য রাজাকার’: হাসান তারিক

0
146
Print Friendly, PDF & Email

শাহবাগ : বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমকে নব্য রাজাকার বললেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারিক।

তিনি বলেছেন, “কাদের সিদ্দিকী একাত্তরে মুক্তিযুদ্ধ করেছেন। এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। কিন্তু তিনি গণআন্দোলনকে নিয়ে যেসব কথা বলছেন, তার জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। নইলে এসব নব্য রাজাকারদের পরিণতি ভালো হবে না। যারা তরুণ প্রজন্মের আন্দোলন, দেশ ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবেন, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।”

জামায়াত-বিএনপি নিয়ন্ত্রিত নয়া দিগন্ত, আমার দেশ, সংগ্রাম এবং দিগন্ত টেলিভিশন অপপ্রচার চালালে এর ‍বিরুদ্ধে তরুণ প্রজন্ম রুখে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াত-শিবির একাত্তরের মতো ধর্মের দোহাই দিয়ে যে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে তার জন্য জামায়াত-শিবির ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলেও মন্তব্য করেন হাসান তারিক।

 ফেব্রুয়ারি ২১, ২০১৩

শেয়ার করুন