গণজাগরণ চত্বর : মাহমুদুর রহমান হলুদ সাংবাদিকতার চর্চা করছেন, তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল হাসান।বৃহস্পতিবার গণজাগরণ চত্বরে মহাসমাবেশে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, মাহমুদুর রহমান শাহবাগ নিয়ে যাচ্ছেতাই লিখে যাচ্ছেন। তিনি নগ্নভাবে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন। মাহমুদুর রহমান এই প্রজন্মের রাজাকার। তাকে অবিলম্বে গ্রেফতার হতে হবে।
ছাত্রলীগের এই নেতা বিজ্ঞপ্তি দিয়ে শাহবাগের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টার নিন্দা জানান।
তিনি বলেন, আমরা আশা করব যারা এ ধরণের হীণ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা এই পথ থেকে ফিরে আসবেন। তা না হলে নতুন প্রজন্ম তাদের প্রতিহত করবে।
তিনি বলেন, জামাত-শিবির প্রগতিশীলদের হুমকি দিচ্ছে। তারা হত্যার হুমকি দিচ্ছে। আমি তাদের বলে দিতে চাই। হুমকি দিয়ে রাজাকারদের বিচারের দাবি থেকে সরানো যাবে না।
২১, ২০১৩