বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২০ফেব্রুয়ারী): আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উন্মুক্ত হল ইউনিকোডে প্রমিতবাংলা ফন্ট ‘আমার বর্ণমালা’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ ফেব্রুয়ারিরপ্রথম প্রহরে ‘আমার বর্ণমালা’ ফন্ট উদ্বোধন করেন।
সরকারি উদ্যোগে তৈরি হয়েছে ইউনিকোড বাংলা ফন্ট। সবার জন্য উন্মুক্ত ‘আমারবর্ণমালা’ ফন্ট তৈরিতে কাজ করছে বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়েরগ্রাফিকস ডিজাইন বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ।
এর আগে বাংলা একাডেমীর পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশে বর্তমানে অনলাইনেভাষাচর্চার জন্য একাধিক বাংলা ফন্ট থাকলেও সেগুলো তৈরি করা হয়েছে বাংলাএকাডেমীর অনুমোদন ছাড়া। এসব ফন্টে যুক্তবর্ণ ও অন্যান্য বিষয় ব্যবহারেরক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। ফলে ভাষা প্রমিতকরণের কাজটি এ ক্ষেত্রেঅসম্পূর্ণ।
এর আগে ২০১২ সালের ১২ নভেম্বর বাংলা একাডেমী, গ্রাফিকস ডিজাইন বিভাগ ও এটুআইয়ের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছিল।
এ বিষয়ে বিস্তারিত জানা যাবে http://amarbornomala.gov.bd/ এবং ফন্টডাউনলোড করা যাবে সাইটের এ লিংকে গেলে http://www.amarbornomala.gov.bd/fonts/details/1
নিউজরুম