‘ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ’

0
181
Print Friendly, PDF & Email

সিলেট: শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ঘটেছে। এ সময় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন- ছাত্রদল নেতা খোকন, জুনায়েদ, মাসুদ এবং  ছাত্রলীগের অপু রায়, রাহুল, সজিব, রন্টি, নিজাম। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যম্পাসের শহীদ মিনারে ছাত্রদল নেতাকর্মীররা ফুল দিতে গেলে ছাত্রলীগ এতে বাঁধা দেয়। এক পর্যায়ে উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এ সময় ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন এলাকায় জানালার গ্লাস ভাংচুর করে বলে ছাত্রলীগ অভিযোগ করে।

এ ব্যাপারে সিকৃবি ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা বলেন, “ফুল দিতে গিয়ে ছাত্রদল পূর্বপরিকল্পিতভাবে এ কাজ করেছে।”

ছাত্রদল সূত্র জানায়, “শহীদ মিনারে ফুল দিতে তাদের প্রথমে বাঁধা দেওয়া হয় এরপরে সশ্রস্ত্র অবস্থায় ছাত্রলীগ তাদের ওপর হামলাও করে।”

বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে  জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দেবাশীষ আচার্য।

 ফেব্রুয়ারি ২১, ২০১৩

শেয়ার করুন