ঢাকা: ভাষা শহীদ আবুল বরকত ও শফিউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিরোধী দল বিএনপির নেতারা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুর করস্থানে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতারা ভাষা শহীদদের করবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে রাত সাড়ে ১২টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। খালেদা জিয়া ১৯ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।
শহীদ মিনারে ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহ-সভাপিত সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, বরকতুল্লাহ বুলু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনৈতিক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ দলের সর্বস্তরের নেতৃবৃন্দ।
ফেব্রুয়ারি ২১, ২০১৩