শিক্ষা ডেস্ক(২১ ফেব্রুয়ারী): শিক্ষক সংকটের কারণে জয়পুরহাট সরকারি মহিলা কলেজে নিয়মিত ক্লাস হচ্ছে না।শিক্ষার্থীরা কলেজ চত্বরে বসে অলস সময় কাটান। কলেজটিতে ৩১ জন শিক্ষকের পদ রয়েছে। সেখানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ আছেন ১৭ জন শিক্ষক। বাকি পদগুলো শূন্য।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। এখানে উচ্চমাধ্যমিক, ডিগ্রি পাস কোর্স ও শুধু রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) চালু আছে।
কলেজের উপাধ্যক্ষ খায়রুল আলম জানান, এখানে এক হাজার ১০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিপুলসংখ্যক শিক্ষার্থী নিয়ে ঠিকমতো ক্লাস করতে গিয়ে শিক্ষকেরাও হিমশিম খাচ্ছেন। বাধ্য হয়ে বেসরকারি কলেজ থেকে খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস নিতে হয়। জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য দীর্ঘদিন থেকেই শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন-নিবেদন করেও কোনো কাজ হয়নি।
উপাধ্যক্ষ আরও জানান, কলেজটিতে বিজ্ঞান বিভাগের ব্যবহারিক ক্লাসের জন্য প্রদর্শক (ডেমোনেস্ট্রেটর) ও গ্রন্থাগারিকের কোনো পদ নেই। ফলে শিক্ষকদেরই ওই দুটি পদে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। সরকারি কলেজ হলেও নেই কোনো প্রশাসনিক ভবন।
শিক্ষার্থী মাহফুজা খাতুন, মহসিনা আক্তার ও রাজিয়া সুলতানাসহ অনেকে অভিযোগ করেন, শিক্ষক সংকট, শ্রেণীকক্ষ সংকটের কারণে তাঁদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। শিক্ষক স্বল্পতার কারণে দিনের অধিকাংশ সময় তাঁদের কলেজ চত্বরের মাঠে বসে অলস সময় কাটাতে হয়।
নিউজরুম