বরিশাল,গাইবান্ধা,মেহেরপুর, নাটোর ও সাতক্ষীরা সড়ক দূর্ঘটনায় নিহত ১০, আহত ২৫

0
145
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা ডেস্ক: বরিশাল-গাইবান্ধা-মেহেরপুর-সিংড়া ও সাতক্ষিরায় পূথক সড়ক দূর্ঘটনায় দশজন নিহত এবং কমপক্ষে ২৫জন আহত হয়েছেন। 

বরিশালের নিহতরা হলেন হারুনঅররশীদ (৬০), মেজা (২৭), মমিন (২৮), আব্দুল জলিল (৩০) অজ্ঞাতপরিচয় (৫০একজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনা ঘটে। বরিশাল শহরের পিনারপুল তালুকদার বাড়ি এলাকায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি বাস উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

গাইবান্ধা: গাইবান্ধাপলাশবাড়ী সড়কের দোকানঘর এলাকায় বৃহস্পতিবার সকালে বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, গাইবান্ধা থেকে বগুড়াগামী এসটিএস এন্টারপ্রাইজের একটি বাস ওই এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মকসুদুল ইসলাম নিহত হন। পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মশিউর রহমান মারা যায়।
মেহেরপুর: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাওয়ার পথে  ইটবোঝাই পাওয়ার ট্রিলারের চাকায় পিষ্ট হয়ে আলমিনা সুমি নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মেহেরপুর-মহাজনপুর সড়কের রাইপুর বেলতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমি মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়া গ্রামের আব্দুল ওহাবের মেয়ে ও স্থানীয় রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শহীদদের শ্রদ্ধা জানাতে স্থানীয় শহীদ মিনারে রাস্তার দু’পাশ দিয়ে যাওয়ার পথে পেছন থেকে আসা ইটবোঝাই পাওয়ার ট্রিলার ছাত্রীদের স্বজোরে ধাক্কা দেয়। সুমিসহ তার অপর ২ সহপাঠি আহত হয়।

মূমুর্ষূ অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর সকাল ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংড়া,(নাটোর) : নাটোরের সিংড়ায় সড়ক দূর্ঘটনায় সিরাজ (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সিরাজ উপজেলা দমদমা মহল্লার মৃত কুতুব উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বুধবার রাত ১১টার দিকে বগুড়া থেকে আলু বোঝাই ট্রাক নিয়ে সিংড়া আসার পথে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম নামক এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে বস্তা চাপায় সে নিহত হন। এ বিষয়ে সিংড়া থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় ট্রলির ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কলারোয়া উপজেলার ঝাপাঘাট মোড়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম আছিরউদ্দীন (৪০)। তিনি কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের হামেজ উদ্দীনের ছেলে। 
কলারোয়া থানার ওসি শিকদার আক্কাস আলী জানান, আছিরউদ্দীন কাজ শেষে বেলা ৩টার দিকে ঝাপাঘাট মোড়ে অবস্থান করছিলেন।
এ সময় মাটি বহনকারী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। গ্রামবাসী তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর তিনি মারা যান।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ফেব্রুয়ারি ২১, ২০১৩

শেয়ার করুন