আর্সেনালকে ৩-১ গোলে উড়িয়ে দিল মিউনিখ

0
122
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২১ ফেব্রুয়ারী): চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে আর্সেনালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখএই জয়ে শেষ ১৬-এর লড়াইয়ে আগামী ১৩ মার্চ ঘরের মাঠে বায়ার্ন বেশ খানিকটা এগিয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেইদিনের অপর ম্যাচে আরেক সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পোর্তো স্প্যানিশ দল মালাগার বিপে প্রথম লেগের ম্যাচে পর্তুগালে ১-০ গোলের জয় তুলে নিয়েছেএটি ছিল মালাগার চ্যাম্পিয়নস লিগের প্রথম পরাজয় এবং পোর্তোর জন্য সব ধরনের প্রতিযোগিতা টানা ২০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডম্যাচের শুরুতেই টনি ক্রুস এবং থমাস মুলারের গোল বায়ার্নকে এগিয়ে দেয়কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাস পোদোলস্কি এক গোল শোধ করলেও ক্রোয়েশিয়ান মারিও মানজুকিচের গোল বায়ার্নের জয় নিশ্চিত করেএই জয়ে টানা আট মওসুম শিরোপাবিহীন থাকা আর্সেনালের হতাশা আরো কিছুটা বাড়লতা ছাড়া ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে পরাজিত হয়ে এফএ কাপ থেকে বিদায় নেয়া আর্সেনালের জন্য একমাত্র আশা হিসেবে টিকে থাকা চ্যাম্পিয়নস লিগের শিরোপাও এখন কঠিন হয়ে গেলযদিও এই পরাজয়ে দারুণ আশাবাদী ওয়েঙ্গার মোটেই হতাশ হননিবরং ভালো দলের বিপে পরাজয়ের বিষয়টি মেনে নিয়ে তিনি বলেছেন, দ্বিতীয় লেগে এই ঘাটতি কাটিয়ে ওঠা আর্সেনালের জন্য কঠিনই হবেতিনি বলেন, আমি কোনো সময়ই বাস্তবতাকে লুকানোর চেষ্টা করি নাফিরতি লেগে আমাদের জন্য কাজটা বেশ কঠিন হবেএ দিকে বায়ার্নের কোচ জুপ হেইনকেস তার দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেনবিশেষ করে মানজুকিচের পারফরম্যান্স নিয়ে আহাদ করেই বলেছেন তিনিগত মওসুমেও তার অধীনেই বায়ার্ন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিলতবে পেনাল্টিতে চেলসির কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হয়প্রথমার্ধের ৭ ও ২১ মিনিটে ক্রস ও মুলার দ্রুত দুই গোল দিয়ে বায়ার্নকে এগিয়ে দেন৫৫ মিনিটে পোদোলস্কি এক গোল শোধ করার পর মানজুকিচ ৭৭ মিনিটে তৃতীয় গোল করে বায়ার্নের জয় নিশ্চিত করেন

 

নিউজরুম

 

 

 

শেয়ার করুন