বিনা মূল্যে সফটওয়্যার দিচ্ছে মাইক্রোসফট

0
184
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২১ ফেব্রুয়ারী): মাইক্রোসফট দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের সব সফটওয়্যার বিনা মূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছেএ উপলক্ষে গত সপ্তাহে মাইক্রোসফট বাংলাদেশ আয়োজিতমিট দ্য অ্যাকাডেমিয়াঅনুষ্ঠানে বিস্তারিত জানানো হয়অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাব্যবস্থাপক জেমি হারপার, মাইক্রোসফট বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা পুবুদ বাসনায়েকে, টেকনিক্যাল ইভ্যাঞ্জেলিস্ট তানজিম সাকীবসহ অনেকে
অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং তড়িপ্রকৌশল বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেনএসময় একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়অনুষ্ঠানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে মাইক্রোসফট বাংলাদেশের বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা ও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিবাংলাদেশ (এআইইউবি), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনলজি (আইইউটি) এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সঙ্গে মাইক্রোসফটের একটি সমঝোতা চুক্তি হয়
এর আগে জানুয়ারিতে একই চুক্তি হয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সঙ্গেচুক্তি অনুযায়ী মাইক্রোসফট বিশ্ববিদ্যালয়গুলোকে বিনা মূল্যে উইন্ডোজ ৮, ভিজ্যুয়াল স্টুডিও ২০১২, এসকউএল সার্ভার ২০১২, উইন্ডোজ সার্ভার ২০১২, শেয়ারপয়েন্ট সার্ভার ২০১৩ সহ সব কটি সফটওয়্যার শিক্ষার্থী, শিক্ষকদের ব্যবহার করতে দেবেবিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে থাকা কম্পিউটারগুলোতেও এসব সফটওয়্যার থাকবে

 

নিউজরুম

 

শেয়ার করুন