বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২১ফেব্রুয়ারী):স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এসফোর শিগগিরই বাজারে আসছে।স্যামসাংয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, খুব সম্ভবত আগামী ১৪ মার্চ এ ফোনবাজারে ছাড়া হবে। আগামী সপ্তাহে নিউইয়র্কে এ ব্যাপারে ঘোষণা দেওয়া হতেপারে। নতুন এই স্মার্টফোন স্যামসাং এসথ্রির পরের সংস্করণ।
গত জানুয়ারি মাসে স্যামসাং এক প্রতিবেদনে বলেছে, গত বছরের মে মাসে বাজারেছাড়ার পর গ্যালাক্সি এসথ্রি বিক্রি হয়েছে চার কোটির বেশি। ৪ দশমিক ৭ ইঞ্চিহাই ডেফিনিশন পর্দা ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা-সংবলিত এই স্মার্টফোনটিযুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় গত বছরের জুন মাসে। গুজব ছড়িয়ে পড়েছে যেনতুন সংস্করণে হার্ডওয়্যারের চেয়ে সফটওয়্যার বৈশিষ্ট্যের দিকে বেশি নজরদেওয়া হয়েছে। এর পর্দার মাপ ৪ দশমিক ৯৯ ইঞ্চি।—এবিসি নিউজ অবলম্বনে রোকেয়ারহমান
নিউজরুম