ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ

0
147
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২১ ফেব্রুয়ারী): বাংলা উইকিপিডিয়া কী এবং কেন\ লেখক: নুরুন্নবী চৌধুরী হাছিব\ দাম: ১২০ টাকা\ পৃষ্ঠা: ৭৫\ প্রকাশক: তাম্রলিপি, ঢাকা\
ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া হচ্ছে বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ গড়ে তোলার এক মহাপ্রয়াসবাংলা উইকিপিডিয়া তৈরির কাজ করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষপ্রতিদিনই চলছে নতুন নতুন নিবন্ধ তৈরি করার কাজ এবং নিবন্ধের মান উন্নয়নআর উইকিপিডিয়ার বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরা হয়েছে এ বইয়েবাংলা উইকিপিডিয়া নিয়ে বাংলা উইকিপিডিয়া কী এবং কেননামের এ বইটি লিখেছেন নুরুন্নবী চৌধুরী হাছিববইতে উইকিপিডিয়া কী, কীভাবে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা যাবে, কীভাবে নিবন্ধ যোগ করা যাবে, কীভাবে ছবি যোগ করা যাবে এসব বিষয়ে এ বইতে রয়েছে বিস্তারিত বর্ণনারয়েছে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি ও প্রয়োজনীয়তা, নতুন নিবন্ধ তৈরি, ব্যবহারকারীর পাতা তৈরি, উইকিমিডিয়া বাংলাদেশসহ বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন আয়োজনের খবরবিষয়ের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় উদাহরণ ও প্রতিটি বিষয়ের সঙ্গে রয়েছে ছবিযারা বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে চান, তাঁদের জন্য বইটি কাজে লাগবেবইটি এবারের বইমেলায় পাওয়া যাচ্ছেঘরে বসে বইটি পেতে: www.rokomari.com/book/62905

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন