বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২১ফেব্রুয়ারী):স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য কথাসাহিত্যিক আনিসুল হকের পাঁচটিবই ই-বুক আকারে প্রকাশিত হয়েছে। এই ই-বুকগুলো অ্যাপ্লিকেশন বা অ্যাপ আকারেপাওয়া যাবে।স্টারহোস্ট আইটি লিমিটেড এই উদ্যোগ নিয়েছে।
এখন আইফোন ও আইপ্যাডে এই অ্যাপ পাওয়া যাবে। অ্যাপলের আইটিউনস স্টোর থেকেবইগুলো কিনতে পারবে আগ্রহী পাঠকেরা। গতকাল বুধবার অমর একুশে গ্রন্থমেলারনজরুলমঞ্চে আনুষ্ঠানিকভাবে এই ই-বুকের উদ্বোধন করেন আনিসুল হক। এ সময় তিনিবলেন, ‘বাংলা ভাষার বইকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে হবে। এরই অংশ হিসেবেএ ধরনের উদ্যোগ বেশ সহায়ক। এর ফলে সঠিকভাবে ই-বুকের মাধ্যমেও বই পড়ারসুযোগ পাবে পাঠক।’ এ সশয় সময় প্রকাশনের স্বত্বাধিকার ফরিদ আহমেদ উপস্থিতছিলেন।
স্টার হোস্টের প্রধান নির্বাহী কাজী জাহিদুল আলম বলেন, ‘আমাদের নতুন একার্যক্রমের ফলে দেশে এবং বিশেষ করে, প্রবাসী বাঙালিদের মাঝে বাংলা ভাষায়সাহিত্যচর্চার নতুন দ্বার উন্মুক্ত হলো।’ তিনি জানান, শুরুতে জনপ্রিয় লেখকমুহম্মদ জাফর ইকবালের দুটি বই দিয়ে তাঁদের এ উদ্যোগ শুরু হয়েছিল।শিগগিরই অ্যান্ড্রয়েড, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ই-বুক প্রকাশিতহবে। অ্যাপস্টোরে গিয়ে আনিসুল হকের নাম বা বইয়ের নাম (51 Borti, Ekaki Ekti Meye, Tini abong ekti meye, Fazil, Valobasha Dot Com) লিখেখোঁজ করলেঅ্যাপটি পাওয়া যাবে।
নিউজরুম