চলচ্চিত্র নিয়ে তারেকের তিন দিনের উৎসব

0
157
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(২১ ফেব্রুয়ারী): তারেক মাসুদের চলচ্চিত্র নিয়ে তিন দিনের উসবের আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টশাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে গতকাল বুধবার এই উসব শুরু হয়েছেসবে থাকছে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তির গান, মাটির ময়না, রানওয়ে, নরসুন্দর ও একুশ
প্রদর্শনী নিয়ে ক্যাথরিন মাসুদ বলেন, ‘নতুন প্রজন্ম নিয়ে তারেক সব সময় স্বপ্ন দেখতেনযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তিনি সব সময় সোচ্চার ছিলেনবেঁচে থাকলে তিনি আজ অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রজন্ম চত্বরের আন্দোলনে যোগ দিতেনযদিও তারেক আজ আমাদের মাঝে নেইকিন্তু প্রজন্ম চত্বরের পাশে তাঁর নির্মিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনীর মাধ্যমে সে এই আন্দোলনের একটি অংশ হয়ে থাকবেছবিগুলোর প্রদর্শনী হবে আজ সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়

 

নিউজরুম

 

শেয়ার করুন