‘শাহবাগ আন্দোলনকে সমর্থন করে যুক্তরাজ্য’: এমিলি থমব্যারি

0
323
Print Friendly, PDF & Email

মৌলভীবাজার: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের চলমান আন্দোলনকে যুক্তরাজ্য সরকার সমর্থন করে বলে জানিয়েছেন যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য ও শ্যাডোর এটর্নি জেনারেল এমিলি থমব্যারি এমপি। বুধবার রাতে মৌলভীবাজার প্রেস ক্লাবে লন্ডনের বোরো অব ইজলিংটনের নির্বাচিত মেয়র বাংলাদেশি বংশোদ্ভুত একেএম গোলাম জিলানী রব্বানীসহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শুধু বাংলাদেশের আন্দোলনকেই যুক্তরাজ্য সমর্থন করে এটা শুধু নয়। ইরাক, আফগানিস্থানসহ বিশ্বের যেকোনো দেশেরই এধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপকে যুক্তরাজ্য সমর্থন করে।”
তবে ফাঁসি দেওয়ার বিষয়টি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার।

তাই এবিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। কারণ যুক্তরাজ্যের আইনে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান থাকলেও ফাঁসির বিধান নেই।

তিনি জানান, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এদেশের তরুণ প্রজন্মের আন্দোলনের বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনে বাংলাদেশের আইনমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইজলিংটনের কাউন্সিলর ক্যাথেরিন এলিজাবেথ ওয়েস্ট, ইজলিংটনের লেবার পার্টির ওয়ার্ড অরগ্যানাইজার ব্যারিস্টার রোয়েনা এলিজাবেথ চ্যাম্পিয়নসহ ইজলিংটন এলাকার ব্যবসায়ীসহ একটি প্রতিনিধি দল।
মতবিনিময় সভায় মেয়র একেএম গোলাম জিলানী রব্বানী জানান, বাঙালি কমিউনিটিসহ লন্ডনে বসবাসরত পৃথিবীর বিভিন্ন দেশের অভিবাসীরা যাতে ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে লন্ডনের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সম্পৃক্ত হতে পারে এমন লক্ষ্যে কাজ করছে তার প্রতিনিধি দল। 
সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক বাংলার দিন সম্পাদক বকশি ইকবাল আহমদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার সারওয়ার আহমদ,বাংলানিউজের ফেরদৌস আহমেদ, ইত্তেফাকের নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

 ফেব্রুয়ারি ২১, ২০১৩

শেয়ার করুন