ষড়যন্ত্রের তথ্য প্রমাণ আমার হাতে আছে- সৈয়দ আশরাফুল

0
108
Print Friendly, PDF & Email

২০ ফেব্রুয়ারি, ২০১৩:ক্ষমতায় যেতে বিএনপি হত্যাকাণ্ডের মতো ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করেছেন সৈয়দ আশরাফুল ইসলাম

 

এজন্য দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকআশরাফ বুধবার এক আলোচনা সভায় বলেছেন, “প্রধান বিরোধী দল বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের রূপরেখা তৈরি করছেএজন্য দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে “ষড়যন্ত্রের তথ্য প্রমাণ আমার হাতে আছেশিগগিরই সব সত্য উদঘাটন করা হবে”ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনিবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিঙ্গাপুর সফর নিয়ে আশরাফ বলেন, “তিনি চিকিসার জন্য সিঙ্গাপুরে যেতে পারেনসেখানে চিকিসা উন্নতমানেরহাসপাতালে ভর্তি হবেন খালেদাচিকিসার জন্য সেখানে কিছু চিকিসক আসবেন, এটা সত্যিতবে তিনি (খালেদা) শুধু চিকিসার জন্য সিঙ্গাপুর যাননিএকটি বিশেষ শক্তিশালী দেশের সঙ্গে বোঝাপড়া করার জন্য সিঙ্গাপুর গেছেন” “কীভাবে আগামীতে ক্ষমতায় আসা যায়, কী করলে তারা ক্ষমতায় বসাবে এ বোঝাপড়ার জন্যেই তিনি এ সফরে গেছেনএর প্রমাণ রয়েছে বলে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ দাবি করেনসিঙ্গাপুর থেকে খালেদা জিয়া লন্ডন যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি  আশরাফ বলেন, “সেখান (সিঙ্গাপুর) থেকে খালেদা জিয়া লন্ডনে আসবেনকিন্তু এ কথা প্রকাশ করেননি তিনি বা তার দলসেখানে আসতে পারেন খালেদা, কারণ তার ছেলে সেখানে বসবাস করছেনকিন্তু আমি জানি সেটাও তার মূল কারণ নয়তার অন্যতম কারণ সেখানে আরো একটি পরাক্রমশালী দেশের সরকারের সঙ্গে বোঝাপড়া করাজনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে দাবি করে তিনি বলেন, “ষড়যন্ত্র খুন, রক্তপাত ছাড়া বিএনপি কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে নাআশরাফের এই বক্তব্যের সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও উপস্থিত ছিলেনশাহবাগের গণজোয়ার নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের প্রতিটি জেলা-উপজেলা এখন শাহবাগআজ যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে, দেশবাসীর জন্যে এটি একটি অর্জন অর্জনের সম্পূর্ণ দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনাআশরাফ বলেন, এখন জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের একার নয়তরুণ প্রজন্ম তা দেখিয়ে দিয়েছেজয় বাংলা স্লোগান এখন ১৬ কোটি মানুষের

 

 

 

শেয়ার করুন