স্বাধীনতার চেতনা নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে আওয়ামীলীগ- মওদুদ

0
136
Print Friendly, PDF & Email

২০ ফেব্রুয়ারি, ২০১৩:একুশে, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার কথা বলার নৈতিক অধিকার আওয়ামী লীগর নেইবলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদবুধবারবিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেনমওদুদ বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলার নৈতিক অধিকার ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউররহমানের কারন তিনিই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেনআর আজ যারা এগণতন্ত্রকে ধূলিস্যা করতে চায় তাদের হাতে কখনোই গণতন্ত্রের পূনরুদ্ধার হতেপারে নাসরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি জানিয়ে সাবেক এ উপরাষ্ট্রপতিবলেন, যারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় তারাদীবাস্বপ্ন দেখছেতাদের এ ব্যার্থ চেষ্টা কোনো দিন সফল হবে না এতে তাদেরপতণ আরো করুণ হবে
ভাষা আন্দোলন সম্পর্কে সাবেক এ আইনমন্ত্রী বলেন, যে চেতনা ভাষা আন্দোলনকে উজ্জীবিত করেছিল সে চেতনাতেই সকল আন্দোলনের পরপরবর্তীতে দেশ স্বাধীন হয়েছিলএকটি স্বতস্ফুর্ত আন্দোলন ছিল এটি যা তিলেতিলে প্রকট রূপ ধারণ করেছিলএ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাদেকহোসেন খোকা, সেলিমা রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ

 

শেয়ার করুন