ডেস্ক রিপোর্ট(২০ ফেব্রুয়ারী):রাজশাহীর বাঘায় সাড়ে চার বছর বয়সের এক শিশুকণ্যাকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ্উপজেলার পূর্ব আড়পাড়া গ্রামে ওই ঘটনাটি ঘটে। এব্যাপারে ওই শিশুর মা বাদি হয়ে ওই দিন রাতে ধর্ষক পলাশকে আসামি করে মামলা দায়ের করেন।
অভিযোগে জানা যায়, মঙ্গলবার বিকালে ওই শিশু কণ্যা বাড়ির পাশের আম বাগানে খেলা করছিল, ওই সময় একই গ্রামের লতিফ থান্দারের ছেলে পলাশ (১৮) তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে পাশে ছবির উদ্দিন নামের এক ব্যাক্তির গম ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। শিশুর চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) হামিদুর রশিদ মামলার সত্যতা স্বীকার করে বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।