আর্টিকুলেটেড বাস সার্ভিস চালু হল

0
141
Print Friendly, PDF & Email

২০ ফেব্রুয়ারি, ২০১৩: বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো আর্টিকুলেটেড বাস সার্ভিসআজ বুধবার সকালে ঢাকার ফার্মগেটে আর্টিকুলেটেড বাস সার্ভিসের উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরএ সময় টিকিট কেটে ফার্মগেট থেকে আর্টিকুলেটেড বাসে বনানী সেতুভবন পর্যন্ত যান মন্ত্রী
আর্টিকুলেটেড বাস সার্ভিস উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা মহানগরে যাত্রী সাধারণের পরিবহন-সংকট দূর করতে এ বাসসেবা কিছুটা হলেও ভূমিকা রাখবেঢাকা মহানগরে প্রাথমিকভাবে আর্টিকুলেটেড বাস সার্ভিস চালু হলেও তা পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুরে চালু হবে
ওবায়দুল কাদের বলেন, প্রাথমিকভাবে ১০টি আর্টিকুলেটেড বাস এসেছে, ২০টি পাইপলাইনে রয়েছেবাকি ২০টি বাস আগামী এপ্রিলে এসে পৌঁছাবে এবং প্রতিটি আর্টিকুলেটেড বাসে ১৩০টি আসন রয়েছেজনগণের সম্পত্তি বিআরটিসির মূল্যবান গাড়িগুলো যেন হরতাল, আন্দোলন, অবরোধে রাজনীতির টার্গেট না হয় সে জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনিএগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ববলে মন্ত্রী মন্তব্য করেন
আর্টিকুলেটেড বাস সার্ভিস ঢাকা মহানগরের জয়দেবপুর চৌরাস্তা-ঢাকা বাইপাস-জাতীয় বিশ্ববিদ্যালয়-টঙ্গী-আব্দুল্লাহপুর-উত্তরা-হাজিক্যাম্প-আর্মি স্টেডিয়াম-কাকলী-বিজয় সরণি-ফার্মগেট-শাহবাগ-মত্স্যভবন-প্রেসক্লাব-জিরো পয়েন্টে চলাচল করবে
উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ হেল করিম, সড়ক বিভাগের যুগ্ম সচিব মঈনউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

 

শেয়ার করুন