মানিকগঞ্জে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

0
292
Print Friendly, PDF & Email

মানিকগঞ্জ: ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সেকেন্ডে গোলড়ায় বুধবার বিকেল ট্রাকচাপায় ইউনুস মিয়া (৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মান্নান জানান, বিকেল ৫টার দিকে ইউনুস সাইকেলে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি ট্রাক সাইকেল আরোহীকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান ঘাতক ট্রাকটিকে চালকসহ আটক করা হয়েছে।

 ফেব্রুয়ারি ২০, ২০১৩

শেয়ার করুন