কুমিল্লা: কুমিল্লায় একটি হত্যা মামলায় স্বামী মাসুমকে ফাঁসি ও স্ত্রী পারুল বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) স্ত্রীকে হত্যার দায়ে তাদের এ সাজা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ এ আর মাসউদ এ আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, দেবিদ্বারের জাফরগঞ্জে এসআই ময়নাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন রিকশাচালক মাসুম ও তার স্ত্রী পারুল বেগম।
সুযোগ বুঝে ২০১১ সালের ১৯ জুলাই মাসুম ও পারুল ময়নালের স্ত্রী শাহনাজের মাথায় আঘাত করে হত্যা করে বাড়িতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালপত্র নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় ওই দিনই ময়নাল হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ মাসুম ও পারুলকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে। ওই সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী লুণ্ঠিত মালপত্র ফেনীর দাগনভূঁইয়া উপজেলার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।
তদন্ত শেষে পুলিশ এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। এরপর ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন।