জেএমবি সালেহীনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

0
117
Print Friendly, PDF & Email

ঢাকা: জামালপুরের একটি হত্যা মামলায় জেএমবির অন্যতম শীর্ষ নেতা মো. সালাউদ্দিন ওরফে সালেহীন ওরফে সজিবের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের শুনানি শেষে বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী। রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ছিলেন মেহেদি হাসান।

হাইকোর্ট সূত্র জানায়, জামালপুর জেলার সরিষাবাড়ি থানায় ২০০৩ সালের ২৪ এপ্রিল রাতের প্রথম প্রহরে (রাত একটার দিকে) ভাড়া বাসায় খুন হন হৃদয় রায়। ওইদিনই হৃদয়ের বাসার মালিক তাহেরা আক্তার সরিষাবাড়ি থানার মামলা দায়ের করেন।

এ মামলায় ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ মো. সালাউদ্দিন ওরফে সালেহীন ওরফে সজিবকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

এরপর মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের জন্য বিষয়টি হাইকোর্টে আসলে হাইকোর্টও তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন।

 ফেব্রুয়ারি ২০, ২০১৩

শেয়ার করুন