ঢাকা: দেশকে রাজাকার ও যুদ্ধাপরাধী মুক্ত করে জ্ঞানভিত্তিক, উন্নয়নকামী, শান্তিপূর্ণ ও ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক ২০১৩’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এবার দেশ ও জাতির জন্য বিভিন্ন অবদানমূলক ভূমিকা রাখার জন্য এ বছর মোট ১৩ জনকে একুশে পদকে ভূষিত করা হয়।
শেখ হাসিনা বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙ্গালি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতার প্রতীক। একই সঙ্গে অমর একুশের মূল্যবোধ সম্পর্কে সচেতন থাকার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।
ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারীদের অমর একুশ ও স্বাধীনতার শত্রু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু ভাষাকে রক্ষার জন্যই ভাষা আন্দোলন সংঘটিত হয়নি বরং এ আন্দোলন বাঙ্গালি জাতীয়তাবোধ ও জাতি হিসেবে বাঙ্গালি জাতির স্বতন্ত্র বৈশিষ্ট্যকে ধারণ করে।
বাঙ্গালি জাতিকে সাহসী ও সংগ্রামী জাতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমাজের যে কোনো সামাজিক অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা দেয় অমর একুশ। একই সঙ্গে ন্যায়ের পক্ষে লড়াই করার প্রেরণাকেও আরও তীক্ষ্ম করে অমর একুশে।
প্রধানমন্ত্রী একই সঙ্গে বাংলা ভাষাকে বাঙ্গালি জাতির জন্য প্রতিরক্ষা বর্ম, অনুপ্রেরণা, একতার উৎস এবং শেখার মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, ‘মায়ের ভাষা ছাড়া প্রকৃত শিক্ষা সম্ভব নয়।’
মন্ত্রিপরিষদ সচিব এম মোশারফ হোসেন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।
ফেব্রুয়ারি ২০, ২০১৩