গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ইইউ

0
136
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২০ ফেব্রুয়ারী): গুগলের কর্তৃপক্ষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যক্তিগত গোপনীয় তথ্যের নীতিমালার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়নফ্রান্সের ব্যক্তিগত গোপনীয়তা পর্যবেক্ষক প্রতিষ্ঠান সিএনআইএল এ তথ্য জানিয়েছেখবর বিবিসি অনলাইনের২০১২ সালের মার্চ থেকে গুগলের বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারকারীর তথ্য একসঙ্গে করছে প্রতিষ্ঠানটিগুগল ব্যবহারকারীদের নির্দিষ্ট বিজ্ঞাপন দেখাতেই এ ধরনের কাজ করছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটিতবে গুগলের এ সিদ্ধান্তকেউচ্চঝুঁকিমনে করছে ইউরোপীয় ইউনিয়ন-সংশ্লিষ্টরাঅবশ্য গুগলের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়নের আইনের প্রতি শ্রদ্ধাশীলতবে সিএনআইএল-সংশ্লিষ্টদের ভাষ্য, প্রায় ৬০টি প্রাইভেসি নীতিমালাকে একত্র করে একটি নীতিমালা করেছে গুগলসিএনআইএল গুগলকে এ নীতিমালায় কিছু পরিবর্তন আনতে বলেছিলসে জন্য গুগলকে এক মাসের সময়ও বেঁধে দিয়েছিল প্রতিষ্ঠানটিতবে গুগল তাতে সাড়া দেয়নি
তাই সিএনআইএল গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে
ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তথ্য শেয়ার বা তথ্য ব্যবহারে ব্যবহারকারীর মতামত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়ন চাপ দিচ্ছে গুগলকেতবে গুগলের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি

 

নিউজরুম

 

শেয়ার করুন