আলট্রা-পিক্সেল’ ক্যামেরাযুক্ত স্মার্টফোন ‍আসছে বাজারে

0
459
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২০ ফেব্রুয়ারী):আলট্রা-পিক্সেলক্যামেরাযুক্ত স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসিমেগাপিক্সেল সেন্সরের কয়েকটি স্তর মিলে তৈরি হয় আলট্রা-পিক্সেলএটি পিক্সেল হিসেব না করে পিক্সেলের আকার হিসাব করে১৯ ফেব্রুয়ারি মঙ্গলবারএইচটিসি ওয়াননামের অ্যান্ড্রয়েডনির্ভর আলট্রা-পিক্সেলক্যামেরাযুক্ত স্মার্টফোনটির ঘোষণা দিয়েছে এইচটিসিএক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসিএইচটিসির কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.১ বা জেলিবিন অপারেটিং সিস্টেমনির্ভর এইচটিসি ওয়ান স্মার্টফোনটি মার্চ মাস থেকে বাজারে পাওয়া যাবেধাতব কাঠামোর এ স্মার্টফোনটিতে থাকছে কোয়ালকমের তৈরি কোয়াড কোরের প্রসেসর ও ২ গিগাবাইট র্যাম৪.৭ ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে ১০৮০ পিক্সেল ফরম্যাট অর্থাত্ হাই ডেফিনেশন মানের ভিডিও দেখা যায়
স্মার্টফোনটির পেছনে রয়েছে আলট্রা-পিক্সেলের ক্যামেরা আর সামনের দিকে ২.১ মেগাপিক্সেলের ক্যামেরাএর ব্যাটারি ২৩০০ অ্যাম্পিয়ার যা দীর্ঘসময় চার্জ ধরে রাখতে পারবেআলট্রা-পিক্সেল ক্যামেরা প্রযুক্তি সম্পর্কে এইচটিসির ভাষ্য, বর্তমানে স্মার্টফোনে যে ধরনের সেন্সর ব্যবহূত হয় তার চেয়ে ভালো মানের ছবি তুলবে আলট্রা-পিক্সেল ক্যামেরাএইচটিসি ওয়ান ক্যামেরা প্রাথমিক অবস্থায় চার মেগাপিক্সেলে ছবি তোলেপ্রতি পিক্সেলে আলোর পরিমাণ বেশি ধরা পড়েপরে কয়েকটি স্তরে পিক্সেলের আকার বাড়ানো হয় এবং ভালো মানের ছবি পাওয়া যায়আলট্রা পিক্সেল ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করেছে সিগমা ও নকিয়াওনকিয়ার ৮০৮ পিওরভিউ মডেলটিতে এ প্রযুক্তি নিয়ে পরীক্ষা করা হয়েছেলুমিয়া ব্র্যান্ডের স্মার্টফোনের ক্ষেত্রে আলট্রা-পিক্সেল সেন্সর ব্যবহার করতে পারে নকিয়া

 

নিউজরুম

 

শেয়ার করুন