বিনোদন ডেস্ক(২০ ফেব্রুয়ারী): চলতি বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হবে ‘জেমস বন্ড’ সিরিজের নতুন উপন্যাস।এটি লিখেছেন প্রখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক উইলিয়াম বয়েড। সম্প্রতি নাম চূড়ান্ত না-হওয়া উপন্যাসটি বাজারে আনার ঘোষণা দিয়েছে লন্ডনভিত্তিক প্রকাশনা সংস্থা জনাথন কেপ।ব্রিটিশ লেখক, সাংবাদিক ও নৌবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা ইয়ান ফ্লেমিং রচিত প্রথম জেমস বন্ড উপন্যাস ‘ক্যাসিনো রয়্যাল’ প্রকাশিত হয়েছিল ১৯৫৩ সালে। ‘মুনরেকার’, ‘ডায়মন্ডস আর ফরএভার’, ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’, ‘ডক্টর নো’, ‘গোল্ডফিংগার’, ‘থান্ডারবল’সহ এই সিরিজের ১৪টি উপন্যাস লেখার পর ১৯৬৪ সালে মারা যান জেমস বন্ডের রূপকার ফ্লেমিং।পরবর্তী সময়ে ইয়ান ফ্লেমিং এস্টেটের আমন্ত্রণে ক্রিস্টোফার উড, জন গার্ডনার, রেমন্ড বেনসনসহ আরও কজন সাহিত্যিক বন্ড সিরিজের উপন্যাস লিখেছেন।এই সিরিজের সর্বশেষ দুটি উপন্যাস ‘ডেভিল মে কেয়ার’ (২০০৮) ও ‘কার্ট ব্লাঁস’ (২০১১) লিখেছিলেন যথাক্রমে সেবাস্তিয়ান ফোকস ও জেফরি ডিভার। তারই ধারাবাহিকতায় নতুন জেমস বন্ড উপন্যাস লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল উইলিয়াম বয়েডকে। জানিয়েছে বিবিসি অনলাইন।বন্ড সিরিজের প্রথম উপন্যাস ‘ক্যাসিনো রয়্যাল’ প্রকাশের ৬০ বছর পর প্রকাশিতব্য নতুন এ উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে ১৯৬৯ সালের প্রেক্ষাপটে।৪৫ বছর বয়সী জেমস বন্ডকে পাওয়া যাবে এখানে। বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’-এর সঙ্গে মিলিয়ে কিছুটা বুড়িয়ে যাওয়া জেমস বন্ডকে তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১৯৬৯। একজন বর্ষীয়ান গুপ্তচর। একটি মিশন। হত্যার অনুমতি। ফিরে এল জেমস বন্ড।’এর আগে উইলিয়াম বয়েড রচিত ‘অ্যানি হিউম্যান হার্ট’ উপন্যাসের একটি চরিত্র হয়ে এসেছিলেন ইয়ান ফ্লেমিং। এ ছাড়া বন্ড তারকা শন কনোরি, পিয়ার্স ব্রসন্যান ও ড্যানিয়েল ক্রেইগের সঙ্গেও কাজ করেছেন ৬০ বছর বয়সী সাহিত্যিক ও চিত্রনাট্যকার উইলিয়াম বয়েড।নতুন জেমস বন্ড উপন্যাসটি বাজারে আসবে ২৬ সেপ্টেম্বর। একই দিন ব্রিটেনে প্রকাশিত হবে ড্যানিয়েল ক্রেইগ অভিনীত ‘স্কাইফল’ ছবির ডিভিডি। এটিই বন্ড সিরিজের প্রথম ছবি, যেটি ব্রিটিশ বক্স অফিসে ১০০ মিলিয়ন পাউন্ড (১৫৫ মিলিয়ন ডলার) আয়ের মাইলফলক ছুঁয়েছে। গত বছরের ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘স্কাইফল’ ছবির আয়ের পরিমাণ এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
নিউজরুম