বিনোদন ডেস্ক(২০ ফেব্রুয়ারী):বলিউডেরনাচনির্ভর প্রথম ত্রিমাত্রিক চলচ্চিত্র ‘এবিসিডি: এনিবডি ক্যান ড্যান্স’ মুক্তি পেয়েছে ৮ ফেব্রুয়ারি। এবার কোরীয় ভাষায় ছবিটির রিমেক তৈরিরপ্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ‘গ্যাংনাম স্টাইল’খ্যাত দক্ষিণ কোরীয় র্যাপ সংগীতশিল্পী সাইকে।
‘এবিসিডি’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন প্রভুদেবা। ছবির কোরীয়রিমেকে প্রভুদেবার চরিত্রের জন্য সাইকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করাহয়েছে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে।
‘এবিসিডি’ ছবির পরিবেশক সংস্থা ইউটিভি মোশন পিকচার্সের প্রধান নির্বাহীকর্মকর্তা সিদ্ধার্থ রায় কাপুর জানিয়েছেন, এরই মধ্যে কোরীয় একটিপ্রোডাকশন হাউসের সঙ্গে রিমেক তৈরির বিষয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে। রেমোডি’সুজা পরিচালিত এই ছবির স্বত্ব কিনে নেওয়ার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গেদর-কষাকষি চলছে।
‘এবিসিডি’ ছবির রিমেক তৈরিতে কোরীয় ওই প্রোডাকশন হাউস আগ্রহ দেখিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে সিদ্ধার্থ বলেন, ‘সবে আলাপ-আলোচনা শুরু হয়েছেআমাদের মধ্যে। সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে আছে। কাজেই এই মুহূর্তেনিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে আমরা আশাবাদী।’
নিউজরুমর্