বিদ্যার কাছে সবার প্রথমে সঞ্জয় দত্ত

0
210
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(২০ ফেব্রুয়ারী): ‘আমার কাছে চিরদিন প্রথম সুপারস্টার হয়ে থাকবেন সঞ্জয় দত্ত’—সম্প্রতি এমন উক্তির মধ্য দিয়ে সঞ্জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান২০০৫ সালে পরিণীতাছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল বিদ্যা বালান এবং সঞ্জয় দত্তেরকিছুদিন আগে বিদ্যার অনুরোধেঘানচক্করছবির ছোট একটি চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন সঞ্জয়শুরুতে নির্মাতাদের প্রস্তাবে রাজি না হলেও, বন্ধুত্বের খাতিরে বিদ্যার অনুরোধ পরে আর ফেলতে পারেননিএজন্য সঞ্জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে সম্প্রতি তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিদ্যাসঞ্জয় সম্পর্কে বিদ্যা বলেন, ‘ঘানচক্কর ছবির ছোট একটি চরিত্রে তিনি অভিনয় করতে রাজি হওয়ায় আমি দারুণ উচ্ছ্বসিততাঁর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছিসম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ
পরিণীতাছবির মাধ্যমে বলিউড অভিষেক হয়েছিল বিদ্যারছবিটিতে সঞ্জয়ের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বিদ্যা জানিয়েছেন, ‘আমরা পরিণীতা ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলামআমার স্পষ্ট মনে আছে, সঞ্জয়ের সঙ্গে প্রথম দৃশ্যের অভিনয় করতে গিয়ে আমি দারুণ ঘাবড়ে গিয়েছিলামবিদ্যা বলেন, ‘কিন্তু আমার অসহায় অবস্থা দেখে সঞ্জয় যেভাবে আমাকে সাহায্য করলেন, তা কোনোদিনই ভুলতে পারব নাআমার মনে হয়, সবচেয়ে সহানুভূতিশীল এবং অমায়িক ব্যক্তিত্বের অধিকারী তিনিপ্রথম সুপারস্টার হিসেবে আমার হূদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেনকমেডিধর্মী ঘানচক্করছবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজকুমার গুপ্তছবিটিতে বিদ্যার বিপরীতে আছেন এমরান হাশমীইউটিভি মোশন পিকচার্সের ব্যানারে ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ২১ জুন

 

নিউজরুম

 

শেয়ার করুন