বিনোদন ডেস্ক(২০ ফেব্রুয়ারী): ‘আমার কাছে চিরদিন প্রথম সুপারস্টার হয়ে থাকবেন সঞ্জয় দত্ত’—সম্প্রতি এমন উক্তির মধ্য দিয়ে সঞ্জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান।২০০৫ সালে ‘পরিণীতা’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল বিদ্যা বালান এবং সঞ্জয় দত্তের। কিছুদিন আগে বিদ্যার অনুরোধে ‘ঘানচক্কর’ ছবির ছোট একটি চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন সঞ্জয়। শুরুতে নির্মাতাদের প্রস্তাবে রাজি না হলেও, বন্ধুত্বের খাতিরে বিদ্যার অনুরোধ পরে আর ফেলতে পারেননি। এজন্য সঞ্জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে সম্প্রতি তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিদ্যা।সঞ্জয় সম্পর্কে বিদ্যা বলেন, ‘ঘানচক্কর ছবির ছোট একটি চরিত্রে তিনি অভিনয় করতে রাজি হওয়ায় আমি দারুণ উচ্ছ্বসিত। তাঁর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
‘পরিণীতা’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক হয়েছিল বিদ্যার। ছবিটিতে সঞ্জয়ের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বিদ্যা জানিয়েছেন, ‘আমরা পরিণীতা ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলাম। আমার স্পষ্ট মনে আছে, সঞ্জয়ের সঙ্গে প্রথম দৃশ্যের অভিনয় করতে গিয়ে আমি দারুণ ঘাবড়ে গিয়েছিলাম।’বিদ্যা বলেন, ‘কিন্তু আমার অসহায় অবস্থা দেখে সঞ্জয় যেভাবে আমাকে সাহায্য করলেন, তা কোনোদিনই ভুলতে পারব না। আমার মনে হয়, সবচেয়ে সহানুভূতিশীল এবং অমায়িক ব্যক্তিত্বের অধিকারী তিনি। প্রথম সুপারস্টার হিসেবে আমার হূদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন।কমেডিধর্মী ‘ঘানচক্কর’ ছবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজকুমার গুপ্ত। ছবিটিতে বিদ্যার বিপরীতে আছেন এমরান হাশমী। ইউটিভি মোশন পিকচার্সের ব্যানারে ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ২১ জুন।
নিউজরুম