রুপসীবাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের সফর শেষে মঙ্গলবার রাতে ঢাকার উদ্দেশে নিউ ইয়র্ক ত্যাগের আগে ঘনিষ্ঠজনদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এরশাদ।
তার রাজনৈতিক উপদেষ্টা সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু বলেন, “সাবেক প্রেসিডেন্ট জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেছেন, দেশের মানুষ যা চাইবে তাই হবে। দেশে এখন গণতন্ত্র বিরাজ করছে।”
এরশাদ ঢাকায় ফিরে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনরতদের প্রতি সংহতি জানাতে শাহবাগে যেতে পারে বলেও জানান বাবলু।
শাহবাগের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে সরকার ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করেছে। এর ফলে যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার সাজা বাড়ানোর জন্য আপিল করার পাশাপাশি একাত্তরে দল হিসাবে জামায়াতের যুদ্ধাপরাধেরও বিচারের সুযোগ তৈরি হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আইন সংশোধন হওয়ার পর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার মাত্র।
গত ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কংগ্রেসের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক এরশাদ।
বাবলু বলেন, “এরশাদের এ সফরের গুরুত্ব অপরিসীম। কংগ্রেসের বাংলাদেশ ককাসকে তিনি বলেছেন, বিএনপি যদি আগামী নির্বাচনে না যায়, তাহলে জাতীয় পার্টি গণতন্ত্রের স্বার্থে এককভাবে নির্বাচন করবে।”
এরশাদের এ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে বলেও দাবি করেন বাবলু।
২০ ফেব্রুয়ারী, ২০১৩