হাটহাজারী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
175
Print Friendly, PDF & Email

২০ ফেব্রুয়ারি, ২০১৩: হাটহাজারী ডাক বাংলো চত্বর থেকে সচেতন তৌহিদী জনতার উদ্যোগে দেশের সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ, ধর্মহীন শিক্ষানীতি, দাঁড়ি টুপি নিয়ে কটুক্তি, শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচার দাবির নামে ইসলাম ধর্মের অবমাননা, ইসলামী মূল্যবোধ নিয়ে কটুক্তি, তরুণ প্রজন্মকে বিভ্রান্তির ঘৃণ্য প্রচেষ্টা, ইসলামী রাজনীতি নিষিদ্ধের অপচেষ্টা, দেশ থেকে ইসলামকে উখাত করার ষড়যন্ত্র, সত্য বলার অপরাধে গণমাধ্যমের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের মুহাদ্দিস আল্লামা শামসুল আলমের সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছেউক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা খেলাফত আন্দোলনের সমন্বয়ক মুফতী আব্দুল আজিজ, খেলাফত আন্দোলন চট্টগ্রাম উত্তরজেলা আহবায়ক মীর মুহাম্মদ ইদ্রিস, ইসলামী ঐক্যজোট হাটহাজারী, উপজেলা শাখার আহবায়ক মাওলানা নাছির উদ্দীন মুনির, খেলাফত আন্দোলন হাটহাজারী পৌরসভা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম,মুসলিম যুব পরিষদের সভাপতি মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, খেলাফত আন্দোলন হাটহাজারী পৌরসভা সেক্রেটারি মাওলানা জুনাঈদ, রাশেদ আলম প্রমূখ নেতৃবৃন্দ

 

সমাবেশে বক্তারা ইসলাম নিয়ে কটুক্তিকারী কুখ্যাত ব্লগার আসিফ মহিউদ্দীন, আরিফ জেবতীক, অমি রহমান পিয়াল, ইব্রাহীম খলিল ওরফে সবাক এর দাবী জানিয়ে বলেন, ইসলামের অবমাননা করে কেউ টিকতে পারবে না

 

সমাবেশ শেষে ডাক বাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়মিছিলটি হাটহাজারীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী রোড হয়ে পূণরায় ডাকবাংলা চত্বরে এসে শেষ হয়দেশ ও জাতীর কল্যাণ কামনা করে সমাবেশের সমাপ্তি করা হয়

 

শেয়ার করুন