সাংবাদিক সুমন আহত কারন শাহাবাগ

0
177
Print Friendly, PDF & Email

২০ ফেব্রুয়ারি, ২০১৩:শাহবাগ থেকে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে এবার শিবিরের হামলার শিকারহয়েছেন সাংবাদিক সুমন মাহবুবতিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমে কর্মরতজানা গেছে একটি জরিপ কে কেন্দ্র করে বিডিনিউজের অফিসে বেশ কয়েকটি হুমকি আসেএবং দু দিনের মাথাতেই এই হামলা চালানো হয়আরো জানা যায়, সুমনশাহবাগ আন্দোলনের শুরু থেকেই সেখানে ছিলেনমঙ্গলবার রাত ১টার দিকেমোটরসাইকেল যোগে বনানী ঢাকা গেইটের কাছে এসে গাড়ীর শব্দে ফুটপাতের পাশেমোটরসাইকেলের গতি কমিয়ে দেনকিন্তু পরিকল্পিত ভাবে তাকে অনুসরন করে আসাগাড়ীটি তার উপর চড়াও হয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়এ সময় তিনি জখম ওশরীরের বিভিন্ন স্থানে আঘাত পানসুমন নিজেও মনে করছেন যে তাকেপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে এই আক্রমন করা হয়সুমনের বাবা অ্যাটর্নিজেনারেল মাহবুবে আলম বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার পক্ষে কথাবলেছেনএটাও একটি কারন হতে পারে বলে বিডিনিউজ কর্তৃপক্ষের ধারনাতবেজামায়াত শিবির এই কর্মকান্ড চালাতে পারে বলে তাদের প্রতিবেদনে প্রকাশ করাহয়েছেছবিঃ বিডি নিউজের সৌজন্যে

 

শেয়ার করুন