২০ ফেব্রুয়ারি, ২০১৩:শাহবাগ থেকে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে এবার শিবিরের হামলার শিকারহয়েছেন সাংবাদিক সুমন মাহবুব। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমে কর্মরত।জানা গেছে একটি জরিপ কে কেন্দ্র করে বিডিনিউজের অফিসে বেশ কয়েকটি হুমকি আসেএবং দু দিনের মাথাতেই এই হামলা চালানো হয়।আরো জানা যায়, সুমনশাহবাগ আন্দোলনের শুরু থেকেই সেখানে ছিলেন। মঙ্গলবার রাত ১টার দিকেমোটরসাইকেল যোগে বনানী ঢাকা গেইটের কাছে এসে গাড়ীর শব্দে ফুটপাতের পাশেমোটরসাইকেলের গতি কমিয়ে দেন। কিন্তু পরিকল্পিত ভাবে তাকে অনুসরন করে আসাগাড়ীটি তার উপর চড়াও হয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি জখম ওশরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।সুমন নিজেও মনে করছেন যে তাকেপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে এই আক্রমন করা হয়। সুমনের বাবা অ্যাটর্নিজেনারেল মাহবুবে আলম বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার পক্ষে কথাবলেছেন। এটাও একটি কারন হতে পারে বলে বিডিনিউজ কর্তৃপক্ষের ধারনা। তবেজামায়াত শিবির এই কর্মকান্ড চালাতে পারে বলে তাদের প্রতিবেদনে প্রকাশ করাহয়েছে। ছবিঃ বিডি নিউজের সৌজন্যে