নাকিব বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন

0
180
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(২০ ফেব্রুয়ারী): কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলনের বড় মেয়ে অভিনেত্রী নির্বাচিতা হক একার সঙ্গে নাট্যাভিনেতা নাদের চৌধুরীর ছেলে অভিনেতা নাকিব চৌধুরী হৃদয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গত ১৫ ফেব্রুয়ারি রাতেরাজধানীর মগবাজারের কাজী অফিসে কাজী ইব্রাহিম খলিলের তত্ত্বাবধানে ১০ লাখ এক টাকা দেনমোহর ধার্য করে নাকিব-নির্বাচিতার নতুন জীবন শুরু হয়বেইলি রোডের অফিসার্স ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছেবর-কনেকে আশীর্বাদ জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল হক, সৈয়দ সালাউদ্দিন জাকী, ম হামিদ, শর্মিলী আহমেদ, সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন, নোবেল, তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, তারিন, মিতা নূর, চয়নিকা চৌধুরী, রিচি সোলায়মানসহ আরও অনেকেরাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাহাঙ্গীর কবির নানক, শামীম ওসমান, সাদেক হোসেন খোকা, রাশেদ খান মেননসহ আরও অনেকেইমদাদুল হক মিলন ও আফরোজা আক্তার জ্যোত্স্না দম্পতির বড় কন্যা নির্বাচিতা সম্প্রতি নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেনএদিকে নাদের চৌধুরী ও শামীমা জাহান বেবী দম্পতির একমাত্র সন্তান নাকিব ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেনবিয়ে প্রসঙ্গে নির্বাচিতা বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের এ বিয়ে হয়েছেআমি সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখী হতে পারিতার সঙ্গে সুর মিলিয়েই নাকিব বলেন, ‘নতুন জীবনে সবার কাছে শুধু দোয়া চাইআমাদের দুই পরিবারের মধ্যে যে চমত্কার সম্পর্ক তৈরি হয়েছে, তা যেন আজীবন অটুট থাকে, আমরা যেন সুখে থাকতে পারিউল্লেখ্য, নাকিব-নির্বাচিতা নিয়মিত না হলেও মাঝেমাঝেই তাদের বিভিন্ন নাটকে কাজ করতে দেখা গেছে

 

নিউজরুম

 

শেয়ার করুন