শিক্ষা ডেস্ক(২০ ফেব্রুয়ারী): পিরোজপুরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের শতবর্ষের পুরোনো পুকুরটি ভরাটের আয়োজন করা হয়েছে। পুকুর হত্যা ঠেকাতে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার পুকুরপাড়ে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চিকিৎসক সদ্ধিার্থ মজুমদার, রাজীব কর্মকার ও সঞ্জীব চক্রবর্তী।
বক্তারা বলেন, পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ঐতিহ্যবাহী পুকুরটি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। পিরোজপুর পেৌরসভার কাউন্সিলর আ. সালাম বাতেন বলেন, পেৌর পরিষদের অনুমতি ছাড়া পেৌর এলাকার মধ্যে থাকা কোনো জলাধার কেউ ভরাট করতে পারবে না। সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরটি শহরের মানুষের অজু-গোসলসহ নানা প্রয়োজন মেটায়। শহরে বেশ কয়েকবার আগুন লেগেছিল। প্রতিবারই এই পুকুরের পানি থেকে আগুন নেভানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ মার্চ পিরোজপুরে আসবেন। এ দিন তিনি পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে সভা করবেন। এ উপলক্ষে জেলা প্রশাসন ১০ ফেব্রুয়ারি এক সভায় পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরটি ভরাটের উদ্যোগ নেয়।
নিউজরুম