শিক্ষা ডেস্ক(২০ ফেব্রুয়ারী): শিক্ষাজীবনে নকলের দায়ে বহিষ্কার হওয়া এক প্রার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাইয়ে দিতে কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক চষ্টো করছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার নিয়োগ বিষয়ে পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
এই প্রার্থীর নাম রিজোয়ানুল কবির। ২০১২ সালের ৩০ জুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক পদে যোগদান করার জন্য তিনি আবেদন করেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সূত্র জানায়, রিজোয়ানুল কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০০৬ সালে দ্বিতীয় বর্ষের অনুষঙ্গ-২ (লোকপ্রশাসন) কোর্স পরীক্ষায় তিনি অসদুপায় অবলম্বন করেন।
সূত্র আরও জানায়, ২০০৮ সালের ১৭ জানুয়ারি পরীক্ষা শৃঙ্খলা কমিটির ১৫তম সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারসহ তঁাদের পরীক্ষা বাতিলের সুপারিশ করেন।
পরবর্তী সময়ে সুপারিশটি বাস্তবায়ন করে ২৭ জানুয়ারি একটি অনুলিপি বিভিন্ন দপ্তরে পাঠায় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক। সেই অনুলিপির ৮ নম্বরে রিজোয়ানুল কবিরের নাম রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের বলেন, Èও তো (রিজোয়ানুল) কৃতকর্মের জন্য ইতিমধ্যেই শাসি্ত পেয়ে গেছে। কেউ যদি শাসি্ত পেয়ে যায়, তাহলে সে তো আর অপরাধী থাকে না, সাধারণ নাগরিক হয়ে যায়।
এ ছাড়া তঁাকে ওই সময় ফঁাসিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। আর এখনো তো নিয়োগ চূড়ান্ত হয়নি।‘
নিউজরুম