ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে একই ঘর থেকে আনোয়ারা (১৭) ও ফাতেমা (১৬) নামে দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টায় হরিপুর উপজেলার ভেটনা গ্রামের মানিক মিয়ার বাড়ির একটি ঘর থেকে একই দড়িতে ফাঁস দেওয়া অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।
এক দড়িতে ফাঁস দিয়ে ওই দুই কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের।
আনোয়ারা ভেটনা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। ফাতেমা একই গ্রামের মানিক হোসেনের মেয়ে।
আনোয়ারা যাদুরানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। ফাতেমা পড়াশোনা করতো না বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীতেন্দ্রনাথ শর্মা জানান, তারা আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফেব্রুয়ারি ২০,২০১৩